আজকাল ওয়েবডেস্ক:‌ বর্ডার গাভাসকার ট্রফিতে হারের পর তুমুল সমালোচনা শুরু হয়েছে। বোর্ড ইতিমধ্যেই রিভিউ মিটিং করেছে। ওই বৈঠকে উপস্থিত ছিলেন হেড কোচ গৌতম গম্ভীর, ভারত অধিনায়ক রোহিত শর্মা, নির্বাচক কমিটির চেয়ারম্যান অজিত আগরকার সহ বিসিসিআই সদস্যরা।


রিভিউ মিটিংয়ে একাধিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। সূত্রের খবর, বোর্ড কোভিডের আগের নিয়ম ফিরিয়ে আনতে চায় দলে। যেখানে স্ত্রীদের বিদেশ সফরে রাখার ক্ষেত্রে একাধিক বিধিনিষেধ জারি করা হবে বলে জানা গেছে। পুরো সফর অবধি স্ত্রীরা থাকতে পারবেন না। এমনটাই চাইছে বোর্ড। বোর্ডের মতে, এতে ক্রিকেটারদের মনঃসংযোগে ব্যাঘাত ঘটে। এটা ঘটনা, বর্ডার গাভাসকার ট্রফিতে একাধিক ভারতীয় ক্রিকেটারের স্ত্রী ও সন্তানরা পুরো সফরটা অস্ট্রেলিয়ায় ছিলেন।
সূত্রের খবর বোর্ড চায় ৪৫ দিনের বিদেশ সফরে পরিবারের সদস্যরা ১৪ দিনের বেশি যেন না থাকেন। সূত্রের খবর, গম্ভীর নাকি মিটিংয়ে বলেছেন, একাধিক ক্রিকেটার অশৃঙ্খল। অর্থাৎ বেশ কিছু ক্রিকেটার নাকি শৃঙ্খলা মানতে চান না। তার ফলে ড্রেসিংরুমের পরিবেশ নষ্ট হচ্ছে। এর ফলেই নাকি বোর্ড এই কড়া নিয়ম ফের আনতে চলেছে। 


বৈঠকে গম্ভীর নাকি এটাও জানিয়েছেন, তরুণ ক্রিকেটারদের ক্ষেত্রে আরও কড়া হোক বোর্ড। সূত্রের খবর, বৈঠকে এক সিনিয়র ক্রিকেটার নাকি বলেছেন, ম্যাচ ফি’‌র টাকা সব ক্রিকেটারদের মধ্যে ভাগ করা ঠিক নয়। সূত্রের খবর, ২২ জানুয়ারি ইডেনে ভারত–ইংল্যান্ড প্রথম টি২০ ম্যাচের সময় বোর্ডের শীর্ষ আধিকারিকের সঙ্গে বৈঠক হতে পারে গম্ভীরের। সেখানে নানা বিষয় নিয়ে হতে পারে আলোচনা।