সংবাদ সংস্থা মুম্বই: সেটা আটের দশক। অমিতাভ বচ্চন-রেখার সম্পর্ক নিয়ে চর্চা চলছে আসমুদ্রহিমাচল ভারতে। সেই সময় 'সিলসিলা' ছবির শুটিং সারছেন তাঁরা। ছবির সেই বিখ্যাত দৃশ্যের শুটিং যেখানে অমিতাভকে রেখা বলে উঠবেন, "আমি তোমাকে ঘৃণা করি।" কিন্তু তা কিছুতেই বলে উঠতে পারছিলেন না রেখা। অদ্ভুত এক অসস্বস্তি তাঁকে চেপে ধরেছিল। কিছুতেই অমিতাভের দিকে তাকিয়ে ওই সংলাপ তিনি মুখে আনতে পারছিলেন না। নিজের যে মানসিকভাবে তৈরি করবেন তাঁর জন্য খানিক বেশি সময় তিনি চেয়েছিলেন পরিচালক যশ চোপড়ার কাছে। সেই অনুরোধও খারিজ হয়ে গিয়েছিল। ফলে আরও ঘাবড়ে গিয়েছিলেন তিনি। এর উপর ততক্ষণে প্রায় ১৫,০০০ মানুষ ভিড় করে দাঁড়িয়ে গিয়েছেন শুটিং দেখার জন্য। সবমিলিয়ে রীতিমতো নার্ভাস হয়ে গিয়েছিলেন তিনি। সব দেখেশুনে মঞ্চে অবতীর্ণ হন অমিতাভ।
নয়ের দশকে দেওয়া এক সাক্ষাৎকারে এই বিষয়টি নিয়ে মুখ খুলেছিলেন রেখা। জানিয়েছিলেন, অমিতাভ তাঁকে শান্ত করতে হলিউডের জায়ান্ট ছবির শুটিংয়ের কথা বলেছিলেন, যেখানে অভিনেতা জেমস ডিন-এরও এই অবস্থা হয়েছিল একটি বিশেষ দৃশ্যের শুটিংয়ের আগে। শেষমেশ উপস্থিত দর্শকের সামনে প্রস্রাব করে ফেলেন তিনি! কারণ তাঁর মনে হয়েছিল যা করে ফেললেন এরপর এর থেকে আর কীসে বেশি লজ্জা বা অস্বস্তি হবে তাঁর! ফলে মাথা ঠান্ডা করে আরাম করে ওই দৃশ্যে অভিনয় এক শটেই উৎরে দিয়েছিলেন তিনি।
শুনে রেখা অমিতাভকে জানিয়েছিলেন, তিনিও এরকম করতে পারলে বেঁচে যেতেন। অমিতাভের জবাব ছিল, " আমি কি সত্যি সত্যিই তোমাকে ওরকম করতে বললাম নাকি? তুমিও সেটা বুঝেছ। চলো দৃশ্যটা শেষ করি। এটা তো স্রেফ অভিনয়। তুমি তো আর সত্যি-ই এই কথাটা মন থেকে বলছ না। " যখন শুট শুরু হল, মুহূর্তে সব হাল্লা চুপ। কোনও আওয়াজ নেই। আমরা অভিনয় করলাম। ওই সংলাপ ক'তা বলেই শেষে যখন অমিতাভকে জড়িয়ে ধরলাম চারপাশের ভিড় 'উ -হ-হ-হ-হ' বলে উঠল। আমি যে কী কষ্ট করে নিজের আবেগ চেপে রেখেছিলাম, তা আর বলার নয়।"
