আজকাল ওয়েবডেস্ক: রোহিত শর্মা, শুভমন গিলের পর এবার যশস্বী জয়েসওয়াল। রঞ্জি ট্রফিতে খেলার ইচ্ছাপ্রকাশ করলেন ভারতীয় ওপেনার। ২৩ জানুয়ারি জম্মু অ্যান্ড কাশ্মীরের বিরুদ্ধে মুম্বইয়ের পরের ম্যাচ। মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশন এবং কোচ ওঙ্কার সালভিকে জানিয়ে দিলেন, সেই ম্যাচের জন্য পাওয়া যাবে তাঁকে। এমসিএর এক কর্তা বলেন, 'ও মুম্বইয়ের কোচ ওঙ্কার সালভিকে জানিয়েছে, রঞ্জির পরের রাউন্ডের ম্যাচে ওকে পাওয়া যাবে। কয়েকদিনের মধ্যেই মুম্বইয়ের দল বাছা হবে।' মঙ্গলবার মুম্বইয়ের রঞ্জি দলের সঙ্গে অনুশীলন করেন রোহিত শর্মা। যদি ম্যাচ খেলার বিষয়ে সম্মতি দেন, তাহলে জম্মু কাশ্মীরের বিরুদ্ধে তারকাখচিত দল নামাবে মুম্বই। রোহিত শর্মা, যশস্বী জয়েসওয়াল ছাড়াও থাকবেন অজিঙ্ক রাহানে। 

ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজের দলে নেই যশস্বী। বুধবার ওয়াংখেড়েতে মুম্বইয়ের অনুশীলনে যোগ দেবেন বাঁ হাতি ব্যাটার। এদিন অজিঙ্ক রাহানের সঙ্গে ব্যাট করতে দেখা যায় রোহিতকে। ২০১৫ সালে উত্তরপ্রদেশের বিরুদ্ধে শেষবার রঞ্জি খেলেন ভারত অধিনায়ক। যদিও এখনও তিনি খেলার বিষয়ে কিছু জানাননি। অস্ট্রেলিয়ায় ডাহা ব্যর্থ হয়েছেন রোহিত। পাঁচ ইনিংসে মাত্র ৩১ রান করেন। তাই চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ফর্মে ফিরতে মরিয়া। অন্যদিকে একটি শতরান এবং অর্ধশতরান ছাড়া অস্ট্রেলিয়া সফরে বিশেষ সুবিধা করতে পারেননি যশস্বী। চেনা ফর্ম ফিরে পেতে ঘরোয়া ক্রিকেটে ফিরছেন ভারতীয় ওপেনার। বোঝাই যাচ্ছে, গৌতম গম্ভীরের দাওয়াই ভালই কাজ করছে।