আজকাল ওয়েবডেস্ক:‌ এবার তামিলনাড়ুতে লাইনচ্যুত ট্রেন। জানা গেছে মঙ্গলবার সকালে ভিলুপুরম রেল স্টেশনের কাছে পুদুচেরিগামী একটি ট্রেনের পাঁচটি বগি লাইনচ্যুত হয়। অবশ্য চালকের তৎপরতায় বড় দুর্ঘটনা ঘটেনি। বিকট শব্দ শোনার পর তড়িঘড়ি ট্রেন দাঁড় করিয়ে দেন চালক। 


জানা গেছে, মঙ্গলবার সকালে যাত্রিবাহী একটি ট্রেন পুদুচেরি যাচ্ছিল। ভিলুপুরম রেল স্টেশন ছেড়ে ট্রেন এগোতেই রেললাইনে বিকট শব্দ শোনেন চালক। ভয়ানক ঝাঁকুনিতে ট্রেন দুলে ওঠে। দ্রুততার সঙ্গে চালক ট্রেনটি দাঁড় করিয়ে দেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন রেলকর্মীরা। রেলকর্মীরাই যাত্রীদের ট্রেন থেকে নামান।
রেল কর্তৃপক্ষ জানিয়েছে, সমস্ত যাত্রীকে নিরাপদে ট্রেন থেকে নামিয়ে আনা হয়েছে। হতাহতের কোনও ঘটনা নেই। তবে কী কারণে ট্রেনটি লাইনচ্যুত হল। তা এখনও স্পষ্ট নয়। রেলের প্রাথমিক অনুমান, রেললাইনের উপর পড়ে থাকা ভারী কোনও বস্তুর সঙ্গে ধাক্কা লাগাতেই বিকট শব্দ। তার জেরেই পাঁচটি বগি লাইনচ্যুত হয়। 


জানা গেছে ভোর সাড়ে পাঁচটা নাগাদ ঘটনাটি ঘটে। ট্রেনটিতে প্রায় ৫০০ যাত্রী ছিলেন। দুর্ঘটনার জেরে সকাল সাড়ে আটটা অবধি ওই লাইনে ট্রেন চলাচল ব্যাহত হয়। 


প্রসঙ্গত, বিগত কয়েক মাস ধরেই দেশের বিভিন্ন প্রান্তে ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটছে। কখনও গুজরাট, কখনও মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশে এই ঘটনা ঘটেছে। এবার ঘটল তামিলনাড়ুতে।