আজকাল ওয়েবডেস্ক: বিদেশ সফরে খারাপ পারফরম্যান্স। অস্ট্রেলিয়ায় গিয়ে ১–৩ হার। ভয়ানক বিরক্ত বিসিসিআই। পুরনো নিয়ম ফিরিয়ে আনতে চলেছে। এতদিন ক্রিকেটারদের বিশেষ করে স্ত্রী’রা বিদেশ সফরে সঙ্গী হতে পারতেন। থাকতে পারতেন পুরো সিরিজ অবধি। এবারই যেমন অনুষ্কা, আথিয়ারা অস্ট্রেলিয়ায় প্রায় পুরো সফর অবধি ছিলেন।
সূত্রের খবর, বোর্ড মনে করছে স্ত্রী বা পরিবার বিদেশ সফরে দীর্ঘদিন সঙ্গে থাকলে ক্রিকেটারদের খেলায় প্রভাব পড়ছে। বোর্ডের কথায় ‘নেতিবাচক প্রভাব’। তাই বোর্ড ফের পুরনো নিয়ম ফিরিয়ে আনতে পারে, যা ২০০৯ সালের আগে অবধি বলবৎ ছিল।
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর, এবার বিদেশ সফরে স্ত্রী বা পরিবারের সদস্যদের ক্রিকেটারদের সঙ্গে থাকার একটা নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিতে চলেছে বোর্ড। যেমন ৪৫ দিনের সফরে সর্বোচ্চ ১৪ দিন স্ত্রী’রা ক্রিকেটার স্বামীর সঙ্গে থাকতে পারবেন। শুধু তাই নয়, বিদেশ সফরে সব ক্রিকেটারকে টিম বাসে সফর করতে হবে। একা একা মাঠে আসা বা ঘুরতে যাওয়া বোর্ড আর বরদাস্ত করতে চাইছে না।
মুম্বইয়ে বোর্ডের বৈঠকে এই বিষয়গুলি নিয়ে আলোচনা হয়েছে। সেই বৈঠক উপস্থিত ছিলেন অধিনায়ক রোহিত শর্মা, হেড কোচ গৌতম গম্ভীর, মুখ্য নির্বাচক অজিত আগরকার সহ বোর্ড সদস্যরা।
গৌতম গম্ভীরকেও একটি বিষয় স্পষ্ট করে দেওয়া হয়েছে। অস্ট্রেলিয়া সফরে গম্ভীরের ম্যানেজার গৌরব অরোরা ভারতীয় দলের সঙ্গে টিম বাসে সফর করেছেন। সূত্রের খবর, টিম বাসে আর অরোরা সফর করতে পারবেন না। এমনকী টিম হোটেলেও তিনি থাকতে পারবেন না। এমনকী স্টেডিয়ামে ভিআইপি বক্সেও থাকতে পারবেন না তিনি।
এমনকী বিমানযাত্রার সময় ব্যাগের ওজন ১৫০ কেজির বেশি হলে সেই খরচ ক্রিকেটারদের বহন করার কথা জানিয়েছে বোর্ড।
