আজকাল ওয়েবডেস্ক: আরও একটি নজির। আরও একবার ইতিহাসের পাতায়। পাঞ্জাব কিংসের অধিনায়ক ঘোষিত হওয়ার পর নতুন রেকর্ড করে ফেললেন শ্রেয়স‌ আইয়ার। প্রথম ভারতীয় তারকা হিসেবে আইপিএলে তিনটে আলাদা দলকে নেতৃত্ব দেওয়ার নজির গড়বেন তিনি। কলকাতা নাইট রাইডার্সকে চ্যাম্পিয়ন করার পরও তাঁকে রাখেনি শাহরুখ খানের ফ্র্যাঞ্চাইজি। রেকর্ড ব্রেকিং ২৬.৭৫ কোটিতে শ্রেয়সকে নেয় পাঞ্জাব কিংস। আইপিএলের ইতিহাসে দ্বিতীয় দামী প্লেয়ার হওয়ার নজির গড়েন। কেকেআরকে চ্যাম্পিয়ন করার আগে ২০২০ আইপিএলে দিল্লিকে ফাইনালে তোলেন। আইপিএলের ইতিহাসে তিনিই একমাত্র অধিনায়ক যে দুটো ভিন্ন দলের অধিনায়ক হিসেবে দলকে ফাইনালে তোলেন। 

আইপিএলের ইতিহাসে শ্রেয়সের আগে মাত্র দু'জনের তিনটে আলাদা ফ্র্যাঞ্চাইজিকে নেতৃত্ব দেওয়ার নজির আছে। দু'জনেই বিদেশি। মাহেলা জয়বর্ধনে কিংস ইলেভেন পাঞ্জাব দিয়ে আইপিএলে নেতৃত্ব শুরু করেন। তারপর কোচি টাস্কার্স কেরল এবং দিল্লি ক্যাপিটলসের অধিনায়ক ছিলেন শ্রীলঙ্কান। স্টিভ স্মিথও আইপিএলে তিনটে দলকে নেতৃত্ব দেন। এই তালিকায় ছিল পুনে ওয়ারিয়র্স, রাইজিং পুনে সুপারজায়ান্টস‌ এবং রাজস্থান রয়্যালস। কিন্তু ভারতীয় হিসেবে শ্রেয়সই প্রথম। পাঞ্জাবের নেতৃত্ব পাওয়ার পর শ্রেয়স বলেন, 'আমার ওপর আস্থা রাখার জন্য আমি সম্মানিত বোধ করছি। আবার কোচ পন্টিংয়ের সঙ্গে কাজ করার অপেক্ষায়। দল যথেষ্ট শক্তিশালী। তারুণ্যের পাশাপাশি পরীক্ষিত প্লেয়াররা রয়েছে। আশা করছি পাঞ্জাবকে প্রথম খেতাব দিতে পারব।' ২০২৪ সালটা শ্রেয়সের জন্য ভাল যায়। আইপিএল জেতার পাশাপাশি, তাঁর নেতৃত্বে দ্বিতীয়বার সৈয়দ মুস্তাক আলি ট্রফি জেতে মুম্বই। এছাড়াও মুম্বইয়ের রঞ্জি ট্রফি এবং ইরানি ট্রফি জয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য তিনি।