আজকাল ওয়েবডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফির পরেই শুরু হচ্ছে ২০২৫ সালের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। বিসিসিআইয়ের সহ-সভাপতি রাজীব শুক্লা জানিয়েছেন, আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শুরু হবে ২১ মার্চ থেকে এবং ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ২৫ মে। এর আগে অবশ্য বিসিসিআই জানিয়েছিল, ১৪ মার্চ থেকে শুরু হতে পারে আইপিএল। উল্লেখ্য, গত বছর আইপিএল শুরু হয়েছিল ২২ মার্চ। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং চেন্নাই সুপার কিংস। তবে এবারের আসর শুরু হবে চ্যাম্পিয়ন্স ট্রফির পর। আইসিসির এই মেগা ইভেন্ট শুরু হবে ১৯ ফেব্রুয়ারি এবং ফাইনাল হবে ৯ মার্চ। তবে শুধু ২০২৫ সাল নয় আগামী দু’বছরের আইপিএলের তারিখ জানিয়ে দিয়েছে বিসিসিআই।
আইপিএল ২০২৬ শুরু হবে ১৫ মার্চ এবং ফাইনাল হবে ৩১ মে। আইপিএল ২০২৭ অনুষ্ঠিত হবে ১৪ মার্চ থেকে ৩০ মে পর্যন্ত। এবারের আইপিএলের মেগা অকশন হয়েছিল সৌদিতে। দিল্লি ক্যাপিটালসের প্রাক্তন অধিনায়ক ঋষভ পন্থ এবার যোগ দিয়েছেন লখনউ সুপার জায়ান্টসে। অন্যদিকে, এলএসজির প্রাক্তন অধিনায়ক কেএল রাহুলকে দিল্লি ক্যাপিটালস দলে নিয়েছে। ভারতীয় দলের ক্রিকেটারদের জন্য সামনে ব্যস্ত মরশুম। ইংল্যান্ড সিরিজের পরেই শুরু হয়ে যাচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি, তারপর আইপিএল এবং তারপরেই পরবর্তী টেস্ট চ্যাম্পিয়নশিপের জন্য ইংল্যান্ড রওনা দেবেন রোহিত, কোহলিরা।
