আজকাল ওয়েবডেস্ক : দলিত এবং আদিবাসীদের ওপর অত্যাচার বাড়ছে। কেন্দ্রীয় সরকারকে একহাত নিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। নিজের এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, এনসিআরবির সর্বশেষ প্রকাশিত রিপোর্টে এমনটাই প্রকাশিত হয়েছে। সমাজকে ভাগ করার চক্রান্ত করছে বিজেপি। বিগত ১০ বছর ধরে বিজেপি দলিত এবং আদিবাসীদের সুরক্ষা দিতে পারেনি। বারে বারে তাদের ওপর অত্যাচার নেমে এসেছে। তাঁর আরও অভিযোগ বিজেপি এবং আরএসএসের হাতে প্রতিবারই দলিত নিগ্রহ হয়ে চলছে। একটি রিপোর্ট পেশ করে খাড়গে বলেন, ২০১৩ সাল থেকে অপরাধ যেখানে ৪৬ দশমিক ১১ শতাংশ ছিল সেখানে বর্তমানে এই হার বেড়ে হয়েছে ৪৮ দশমিক ১৫ শতাংশ। খাড়গের মতে, রাজ্যগুলিতে নিজেদের ক্ষমতা ধরে রাখতে বিজেপি সবধরণের চেষ্টা করছে। গোটা দেশকে গেরুয়া করাই বিজেপির প্রধান টার্গেট। কিন্তু কংগ্রেস তা হতে দেবে না।