আজকাল ওয়েবডেস্ক: বিশ্বের নানা প্রান্তে হরেক রকমের নিয়ম রয়েছে। তার কিছু নিয়ম শুনলে আঁতকে ওঠেন মানুষ, অনেক নিয়ম শুনলে হেসে কুটোপাটি অবস্থা হয়। কিন্তু এমন এক নিয়ম সম্প্রতি প্রকাশ্যে এসেছে, যা শুনে হতবাক। বুঝতেই পারছেন না হাসবেন না কাঁদবেন।

কী সেই নিয়ম জানেন?  বিশ্বের এই শহরে নাকি আর বলা যাবে না ‘শরীর খারাপ’। এককথায় বলা যায়, দক্ষিণ ইতালির ক্যালাব্রিয়ার মনোরম শহর বেলকাস্ত্রোতে অসুস্থ হওয়া সরকারি ভাবে নিষিদ্ধ।

সেখানকার মেয়র আন্তোনিও টর্চিয়া এই নয়া নিয়ম চালু করেছেন। তিনি বাসিন্দাদের বলছেন অসুস্থ না হতে, অন্তত এমন অসুস্থ, যেটার জন্য কোনও চিকিৎসার প্রয়োজন নেই। নিয়ম শুনে তো চমকে গিয়েছেন বিশ্ববাসী। এ কেমন নিয়ম! সুস্থ, অসুস্থ হওয়া বা না হওয়া কারও হাতে আছে নাকি! প্রশ্ন তুলছেন তাঁরা। কেউ কেউ বলছেন, এই নিয়মের পিছনে যুক্তি কী?

আন্তর্জাতিক সংবাদ সংস্থা বলছে, সেখানকার স্বাস্থ্য ব্যবস্থার কথা ভেবেই নাকি এই সিদ্ধআন্ত নিয়েছেন মেয়র। ১৩০০ বাসিন্দার বেলকাস্ত্রোর বেশিরভাগ মানুষই নাকি অসুস্থ কিংবা বয়স্ক। অন্যদিকে শহরের একমাত্র স্বাস্থ্য কেন্দ্রটি প্রায়শই বন্ধ থাকে এবং ছুটির দিন, জরুরী অবস্থা কিংবা রাত্রিবেলা চিকিৎসা পরিষেবা দেওয়া প্রায় অসম্ভব। নিকটতম স্বাস্থ্যকেন্দ্র ওই এলাকা থেকে বহু দূরে।

পরিস্থিতি বিচারেই তিনি আপাতত কাউকে অসুস্থ না হতে নিষেধ করেছেন। ভ্রমণ, খেলাধুলা বা ঝুঁকিপূর্ণ আচরণে জড়িত হওয়া থেকে বিরত থাকতে বলেছেন। স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে পুরোদমে কাজ শুরু না হওয়া পর্যন্ত এই আদেশ বহাল থাকবে বলে জানা গিয়েছে।