আজকাল ওয়েবডেস্ক: যে ব্যক্তি বিদ্যুতের বিল দেন মাসে আড়াই হাজার টাকা। তার কাছেই ইলেকট্রিক অফিস বিদ্যুৎ বিল পাঠিয়ে দিল ২০০ কোটি টাকারও বেশি! শুনতে অবাক লাগলেও সত্যি। ঘটনাটি ঘটেছে হিমাচলপ্রদেশের হামিরপুরে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওই ব্যক্তির নাম ললিত ধীমান। ছোটখাটো ব্যবসা রয়েছে তাঁর। হামিরপুরের যতন গ্রামের বাসিন্দা। ওই ব্যবসায়ী জানিয়েছেন, প্রতি মাসে তিনি দু’হাজার থেকে আড়াই হাজার টাকা বিদ্যুতের বিল দেন। কোনও কোনও মাসে তারও কম। কিন্তু গত ডিসেম্বরে তাঁর কাছে বিদ্যুতের বিল এসেছে ২০০ কোটি টাকারও বেশি। বিলের অঙ্ক দেখে রীতিমতো জ্ঞান হারান তিনি। এরপরই ওই বিল তিনি পড়শিদের দেখান। পড়শিরাও জানিয়েছেন, বিলে টাকার পরিমাণ দেখে তাঁরাও রীতিমতো চমকে গিয়েছিলেন। ললিতকে তাঁরা জানান, বিলে টাকার পরিমাণ ২০০ কোটির বেশি। এই কথা শুনে প্রায় অজ্ঞান হতে বসেছিলেন ললিত। বিল ছিল ২১০ কোটি ৪২ লক্ষ ৮ হাজার ৪০৫ টাকার।
এরপরই বিদ্যুৎ দপ্তরে যান ললিত। তাঁদের গোটা বিষয়টি জানান। এরপর বিদ্যুৎ দপ্তর থেকে তাঁকে জানানো হয়, প্রযুক্তিগত ত্রুটির কারণেই এই সমস্যা হয়েছে। তার পর সেই বিলে টাকার পরিমাণ শুধরে ৪ হাজার ৪৭ টাকা করা হয়।
প্রসঙ্গত, গত বছরের নভেম্বরে গুজরাটের ভালসাদেও একই ঘটনা ঘটেছিল। এক দর্জির কাছে বিদ্যুতের বিল এসেছিল ৮৬ লক্ষ ৪১ হাজার টাকার। তারপর তা কমে দাঁড়িয়েছিল ১ হাজার ৫৪০ টাকায়।
