আজকাল ওয়েবডেস্ক: দাউদাউ করে জ্বলছে চারপাশ, প্রতি মুহূর্তে ঝলসে যাচ্ছে বিস্তীর্ণ এলাকা। আট জানুয়ারি অগ্নিকাণ্ডের খবর প্রকাশ্যে আসে। ক্যালিফোর্নিয়ার একাধিক শহরে ছড়িয়ে পড়ে দাবানল। লস অ্যাঞ্জেলস ও গ্রেটার লস অ্যাঞ্জেলস থেকে হাজার হাজার মানুষকে সরানো হয়েছিল পরিস্থিতি নিয়ন্ত্রণে। প্রাথমিকভাবে দাবানলে পাঁচজনের মৃত্যুর কথা জানা গেলেও, শুক্রবার জানা গেল, দাবানলে পুড়ে মৃত্যু হয়েছে অন্তত ১০ জনের। এই সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে। আগুন নেভানোর পর, বেশকিছু জায়গার ছবি প্রকাশ্যে এসচেহে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সূত্রে। আর তাতেই রীতিমত শিউরে উঠছেন মানুষ।
একঝলক দেখে মনে হবে, যেন বোমা বিস্ফোরণ ঘটেছে সেখানে। যেন ধু-ধূ পোড়া জমি। বাড়িঘরের কোনও চিহ্ন নেই, কখনও ছিল, তা মনে হতে পারে খুঁটিয়ে দেখলে। কেবল রয়ে গিয়েছে রাস্তার সরু রেখা। যাঁদের অগ্নিকাণ্ডের হাত থেকে বাঁচানোর জন্য অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল, বেশকিছু জায়গার আগুন নেভার পর, অনেকেই সেখানে ফিরে গিয়েছেন। কিন্তু কোথায় আর ঘর? কোথায় সুইমিং পুল? বাগান?
দাবানলের জেরে প্রায় তিন হাজার একর জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্তত এক হাজার বাড়ি পুড়ে ছাই হয়ে গিয়েছে। লস অ্যাঞ্জেলসের পাহাড়ি অঞ্চল থেকে আগুন ছড়াচ্ছে শহুরে এলাকাতেও। তাই জোরকদমে ঘনবসতিপূর্ণ এলাকা থেকে লোকজনদের সরানো হয়েছিল। প্রশাসন সূত্রে জানানো হয়েছিল, দাবানল ছড়িয়ে পড়ার অন্যতম কারণ হল তীব্র হাওয়ার দাপট।
