আজকাল ওয়েবডেস্ক: বর্ডার-গাভাসকর ট্রফি অতীত। এবার যাবতীয় ফোকাস চ্যাম্পিয়ন্স ট্রফিতে। তার আগে অবশ্য ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ এবং একদিনের সিরিজ খেলবে টিম ইন্ডিয়া। একদিনের সিরিজকে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি হিসেবে ধরা হবে। কয়েকদিনের মধ্যেই ইংল্যান্ড সিরিজ এবং চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা করা হবে। তবে তার আগে, হার্দিক পাণ্ডিয়ার সুযোগ পাওয়া নিয়ে অনিশ্চয়তার কালো মেঘ। একটি রিপোর্ট অনুযায়ী, চ্যাম্পিয়ন্স ট্রফির দলে নাও থাকতে পারেন তারকা অলরাউন্ডার। তার কারণ অবশ্য জানানো হয়নি। চ্যাম্পিয়ন্স ট্রফির দল বাছার সময় এটাই আলোচ্য বিষয় হতে পারে। দলের ভারসাম্য বজার রাখা প্রধান লক্ষ্য নির্বাচকদের। সেদিক থেকে এগিয়ে থাকবেন হার্দিক। টি-২০ বিশ্বকাপ জয়ে বড় ভূমিকা নেন। চ্যাম্পিয়ন্স ট্রফির মতো টুর্নামেন্টে তাঁর অভিজ্ঞতা গুরুত্ব পাবে। 

উইকেটকিপারদের দৌড়ে এগিয়ে ঋষভ পন্থ এবং কেএল রাহুল। সম্প্রতি ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে ধারাবাহিকতা দেখালেও, সঞ্জু স্যামসনের দলে না থাকারই সম্ভাবনা বেশি। দলকে নেতৃত দেবেন রোহিত শর্মা। লাল বলের ক্রিকেটে ব্যর্থ হলেও, একদিনের ক্রিকেটে তাঁর রানে ফেরার অপেক্ষায় ভক্তরা। এটাই রোহিত এবং বিরাটের শেষ আইসিসি টুর্নামেন্ট হতে পারে। এরপর আইসিসির বড় ইভেন্ট ২০২৬ টি-২০ বিশ্বকাপ। বিরাট এবং রোহিত টি-২০ ক্রিকেট থেকে আগেই অবসর নিয়েছে। তারপর ২০২৭ সালে একদিনের বিশ্বকাপ রয়েছে। দক্ষিণ আফ্রিকা, জিম্বাবোয়ে এবং নামিবিয়া মিলে আয়োজন করবে। সেই মার্কি ইভেন্টে অংশ নেওয়ার মতো অবস্থায় থাকবেন দুই তারকা? বিশেষ করে ফিটনেসের দিক থেকে? এটা সবচেয়ে বড় প্রশ্ন। তাই চ্যাম্পিয়ন্স ট্রফিতে হারানো ফর্ম ফিরে পেতে মরিয়া থাকবেন ভারতীয় ক্রিকেটের দুই মহাতারকা।