আজকাল ওয়েবডেস্ক: শেখ হাসিনার বিরুদ্ধে দ্বিতীয় গ্রেপ্তারি পরোয়ানা জারি হল। গুমখুনের অভিযোগে প্রাক্তন প্রধানমন্ত্রী হাসিন সহ তাঁর ঘনিষ্ঠ ১২ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আগামী ১২ ফেব্রুয়ারির মধ্যে হাসিনা-সহ ১২ জনকে হাজির করানোর নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে গণহত্যার অভিযোগ হাসিনা-সহ ৪৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছিল।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর তাজুল ইসলাম জানিয়েছেন যে, আদালত বিচার প্রক্রিয়া এগিয়ে নিয়ে যেতে চায়। যত তাড়াতাড়ি সম্ভব বিচার শেষ করতে চাই, কিন্তু এর মানে এই নয় যে আমরা আইন ভঙ্গ করব বা যথাযথ প্রক্রিয়া ছাড়াই কোনও নির্দেশ আরোপ করব।

প্রাক্তন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ, তাঁর শাসনকালে বিরোধী-সহ তাঁর সরকারের বহু সমালোচককে গুমঘরে বন্দি করে রাখা হত। সেখানে তাদের ওপর চলত অকথ্য অত্যাচার। গুমঘরে বন্দিদের অনেকেই আর ফেরেননি। ইউনূসের আমলে সেই তথ্য প্রকাশ্যে আসে। গুমঘর থেকে মুক্ত বেশ কয়েকজন তাদের অত্যাচারের কথা ফাঁস করেন। এরপরই হাসিনা-সহ তাঁর সরকারের উচ্চ-প্রশাসনিক কর্তা ও দলীয় নেতৃত্বের বিরুদ্ধে মামলা রুজু হয়। এবার গ্রেপ্তারি পরোয়ানা জারি হল।  

ছাত্র আন্দোলনের জেরে বাংলাদেশে হাসিনা জমানার পতন ঘটলে প্রাক্তন প্রধানমন্ত্রী ঢাকা ছেড়ে গত ৫ অগাস্ট ভারতে চলে এসেছিলেন। এরপরই তাঁর বিরুদ্ধে মামলা চালু হয়। গত বছরের ডিসেম্বরে, বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের তরফে দিল্লিকে শেষ হাসিনার দেশে প্রত্যাবর্তনের জন্য চিঠি দেওয়া হয়েছিল। বিচার প্রক্রিয়ার মুখোমুখি করাতেই হাসিনাকে ফেরৎ চাওয়া হয়। তবে, ভারত এ নিয়ে প্রকাশ্যে এখনও কোনও সিদ্ধান্তের কথা জানায়নি।