আজকাল ওয়েবডেস্ক:‌ চিতাবাঘের রক্তাক্ত দেহ উদ্ধার হল আলিপুরদুয়ারের ফালাকাটার জটেশ্বর সংলগ্ন ধুলাগাঁও গ্রামে। পূর্ণবয়স্ক চিতাবাঘের দেহ উদ্ধারে যথেষ্ট চাঞ্চল্য তৈরি হয়েছে। প্রসঙ্গত, বৃহস্পতিবার সকালে জলদাপাড়ার মাদারিহাটের ধুলাগাঁও গ্রামের এক বাসিন্দার উপর হামলা চালিয়েছিল চিতাবাঘ। তার কিছুক্ষণের মধ্যেই গ্রামের মাঝখান থেকে উদ্ধার হয় চিতাবাঘের দেহ। অনুমান, গ্রামবাসীরাই চিতাবাঘটিকে পিটিয়ে মেরে ফেলেছে। চিতাবাঘটির মুখে ছিল রক্তের দাগ। 
চিতাবাঘের রক্তাক্ত দেহ উদ্ধারের খবর পেতেই ঘটনাস্থলে যায় মাদারিহাট রেঞ্জের বনকর্তা–সহ জটেশ্বর ফাঁড়ির পুলিশ। জলদাপাড়া জাতীয় উদ্যানের বনকর্মীরাও ঘটনাস্থলে যান। চিতাবাঘটির দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পরেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।