অলক সরকার:‌ কার্শিয়াং কমিউনিটি হলে বিয়ে চলছে মুখ্যমন্ত্রীর ভাই কার্তিক ব্যানার্জির ছেলে আবেশ ব্যানার্জির। বিয়ের স্থল থেকে ৫ কিমি দূরে মকাইবাড়ি চা বাগান বাংলোয় রয়েছেন মূখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি বিয়েতে উপস্থিত থাকছেন না। বিয়ের পর নবদম্পতি আসবেন মুখ্যমন্ত্রীর কাছে আশীর্বাদ নিতে। মমতা আশীর্বাদের পাশাপাশি কিছু উপহার তুলে দেবেন নবদম্পতির হাতে। 
আপাতত মমতা ব্যানার্জি বাংলোতেই আছেন। প্রাতঃভ্রমণে বেরোনোর সম্ভাবনা নেই। পায়ের সমস্যার কারণেই বেশি হাঁটাহাঁটি করছেন না। ইতিমধ্যে বাংলোয় মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে গেছেন জিটিএ প্রধান অনীত থাপা ও দার্জিলিং জেলাশাসক প্রীতি গোয়েল। মুখ্যমন্ত্রীর এই সফর নিয়ে কার্শিয়াংয়ে বেশ উৎসবের মেজাজ। একটা আলাদা উন্মাদনা লক্ষ্য করা যাচ্ছে পাহাড়ের আনাচে কানাচে।

 
ছবি:‌ শৌভিক দাস