আজকাল ওয়েবডেস্ক: দক্ষিণ আফ্রিকা ইতিমধ্যেই চলে গেছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে। দ্বিতীয় দল কে হবে? লড়াই অস্ট্রেলিয়া ও ভারতের। তবে পাল্লা অনেক ভারী অস্ট্রেলিয়ার। ভারতের হাতে রয়েছে একমাত্র আর সিডনি টেস্ট। সেটা জেতার পাশাপাশি ভারতকে নজর রাখতে হবে অস্ট্রেলিয়া–শ্রীলঙ্কা টেস্ট সিরিজের দিকে।
এদিকে শ্রীলঙ্কা সফরে যাচ্ছেন না অজি অধিনায়ক প্যাট কামিন্স। সম্প্রতি কামিন্সের মা মারা গিয়েছেন। এছাড়া ফের বাবা হতে চলেছেন অজি অধিনায়ক। এই ব্যক্তিগত কারণের জন্যই শ্রীলঙ্কা সফর থেকে সরে দাঁড়ালেন কামিন্স, এমনটাই মনে করা হচ্ছে।
কামিন্সের অনুপস্থিতিতে শ্রীলঙ্কা সফরে অধিনায়ক হয়ে যেতে পারেন স্টিভ স্মিথ বা ট্রাভিস হেড। তবে বর্তমান ফর্ম এগিয়ে রাখছে হেডকে। স্মিথ যদিও অতীতে অধিনায়ক ছিলেন। এখন সিদ্ধান্তটা নেবেন অজি নির্বাচকরা। কামিন্স জানিয়েছেন, ‘প্রতিটি সিরিজই গুরুত্বপূর্ণ। ছন্দে থাকলে খেলা মিস করা উচিত নয়। কিন্তু কখনও কখনও পরিবারকেও অগ্রাধিকার দিতে হবে। মা–বাবা, স্ত্রী ও সন্তানদের প্রতিও দায়িত্ব থাকে। সেকারণেই শ্রীলঙ্কা সফর থেকে সরে গেলাম। বাকি সতীর্থরা সেরাটাই দেবে।’
প্রসঙ্গত, ২৯ জানুয়ারি থেকে শ্রীলঙ্কায় শুরু হবে এই টেস্ট সিরিজ। তবে কামিন্স না থাকায় অস্ট্রেলিয়ার বোলিং একটু দুর্বল হয়ে গেল বলেই মনে করছে ক্রিকেট মহল।
