আজকাল ওয়েবডেস্ক: পুরনোকে বিদায় জানিয়ে এল নতুন বছর। ২০২৫ সালে বেশ কয়েকটি গ্রহ নক্ষত্রের স্থান পরিবর্তন হবে। যার প্রভাব পড়বে ১২টি রাশির উপর। নতুন বছরের শুরুতেই চাঁদ ও মঙ্গলের মধ্যে সমসপ্তক যোগ তৈরি হবে। আবার চন্দ্র প্রবেশ করবে মকর রাশিতে। মঙ্গল আগে থেকেই সেখানে রয়েছে। আর এই দুয়ের সমন্বয় ধনযোগ ধনযোগ গঠিত হবে। ১ জানুয়ারি থেকেই ভাগ্যের চাকা ঘুরবে ৩ রাশির। আপনিও কি আছেন সেই তালিকায়? জেনে নিন-
বৃষ রাশি: ধন যোগ বৃষ রাশির জন্য নতুন বছরে সৌভাগ্য নিয়ে আসবে। আর্থিক উন্নতির যোগ রয়েছে। এই সময়ে নতুন কাজ শুরু করার জন্য শুভ। নতুন চাকরি পেতে পারেন। অনেক দিনের আটকে থাকা টাকা পেতে পারেন। পরিবারের সঙ্গে বেড়াতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন।
বৃশ্চিক রাশি: নতুন বছরের শুরুতে বৃশ্চিক রাশির সুদিন ফিরবে। ধনযোগের প্রভাবে আয়-ব্যয়ের সামঞ্জস্য করতে পারবেন। আয়ের নতুন উৎস খুঁজে পেতে পারেন। চাকরিতে উন্নতির সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীরা লাভের মুখ দেখতে পারেন। সঙ্গীর সঙ্গে সম্পর্ক মজবুত হবে।
ধনু রাশি: ধনযোগে ধনু রাশিরও ভাগ্য খুলবে। সংসারে আর্থিক সংকট কাটবে। সন্তানের থেকে কোনও সুখবর পেতে পারেন। কর্মক্ষেত্রে পরিবেশ অনুকূল থাকবে। কাজের প্রশংসা পাবে। তবে যে কোনও সিদ্ধান্ত বুঝেশুনে না নিলে সমস্যা হতে পারে।
