আজকাল ওয়েবডেস্ক: এমসিজিতে হারের পর রোহিত শর্মা, বিরাট কোহলির পাশাপাশি চর্চায় ঋষভ পন্থ। ট্রাভিস হেডের বলে দায়িত্বজ্ঞানহীনের মতো শট খেলে আউট হন। ভারতীয় উইকেটকিপার ব্যাটার আরও কিছুক্ষণ টিকে গেলে টেস্ট বাঁচানোর একটা সম্ভাবনা থাকত। দুই সিনিয়র ক্রিকেটারের পাশাপাশি সমালোচিত হচ্ছেন পন্থ। কিন্তু সঞ্জয় মঞ্জরেকর মনে করেন, তাঁর আউট হওয়ার পদ্ধতির থেকেও বেশি ফোকাস করা উচিত পন্থের নিয়ামত রান না পাওয়ায়। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অতীত রেকর্ড ভাল হওয়া সত্ত্বেও, বেশ কয়েকটা ইনিংসে শুরুটা ভাল করেও তার ফায়দা তুলতে পারেননি। যথেষ্ট হিমশিম খান। যার ফলে সুনীল গাভাসকরের সমালোচনার তীর থেকেও বাঁচতে পারেননি তরুণ তারকা। চার টেস্টে সাত ইনিংসে পন্থের রান ১৫৪। গড় ২২। সর্বোচ্চ রান ৩৭। কিন্তু এবার পাশে পেলেন ভারতের আরেক প্রাক্তন তারকাকে।
নিজের এক্স হ্যান্ডেলে সঞ্জয় মঞ্জরেকর লেখেন, 'ব্যর্থতার জন্য পন্থের সমালোচনা করা উচিত। কীভাবে ব্যর্থ হচ্ছে, সেই নিয়ে নয়। টেস্টে ওর গড় ৪২। তাতে তিনটে দারুণ ইনিংস রয়েছে। ৪২ টেস্টে ওর ছ'টা শতরান রয়েছে। সাতবার নয়ের ঘরে পৌঁছেছে। ওর মতো একজন প্লেয়ারের রান না পাওয়া চিন্তার।' অস্ট্রেলিয়ায় পন্থের সাফল্য নজরকাড়া। ১১ ম্যাচে ৭৭৮ রান। গড় ৪৫.৭৬। স্ট্রাইক রেট ৬৬.৭২। তারমধ্যে রয়েছে একটি শতরান, দুটো অর্ধশতরান। সর্বোচ্চ রান ১৫৯। আগের দুই অস্ট্রেলিয়া সফরে জ্বলে উঠেছিল তাঁর ব্যাট। বর্ডার-গাভাসকর সিরিজ তাঁকে তারকা বানায়। ব্রিসবেনে তাঁর ইনিংস ভারতকে সিরিজ জিততে সাহায্য করে। তাঁর ভয়ডরহীন ইনিংসের প্রশংসা হয় সর্বত্র। ভয়ানক গাড়ি দুর্ঘটনা থেকে ফিরে আসার পর ৯টি টেস্ট খেলেছেন পন্থ। রান ৫৭৬। গড় ৩৬। তারমধ্যে রয়েছে একটি শতরান এবং তিনটে অর্ধশতরান। সর্বোচ্চ রান ১০৯। কিন্তু এবারের বর্ডার-গাভাসকর ট্রফিতে রানের খরা।নতুন বছরে সিডনিতে আরও একটি সুযোগ তাঁর সামনে।
