সংবাদ সংস্থা মুম্বই: ২০২৫-এর ১০ জানুয়ারিতে ৫১তম জন্মদিনের কেক কাটবেন হৃতিক রোশন। তবে সেই দিনটি পালন করার নাকি একটি বিশেষ পরিকল্পনা রয়েছে হৃতিকের। সূত্রের খবর, জন্মদিনের দিনেই গোটা দেশজুড়ে নিজের প্রথম ছবি 'কহো না প্যায়ার হ্যায়' রি-রিলিজ করবেন তিনি। উল্লেখ্য, ২০০০ সালে মুক্তি পাওয়া বক্স-অফিস কাঁপানো এই ছবির ২৫ বছর পূর্ণ হবে ২০২৫-এ। 

 

সূত্রের খবর, হৃতিকের বাবা তথা ছবি নির্মাতা রাকেশ রোশন এই ছবি পুনঃমুক্তির সমস্ত প্রক্রিয়া থেকে ব্যবস্থা নিজে তদারকি করছেন। উল্লেখ্য, এই ছবির পরিচালক ও প্রযোজকের দায়িত্ব একহাতে সামলেছিলেন রাজেশ-ই। আরও জানা গিয়েছে, 'কহো না প্যায়ার হ্যায়'-এর রি-মাস্টার্ড ভার্সন মুক্তি পাবে এবার। অর্থাৎ আরও ঝকঝকে ছবি এবারে প্রেক্ষাগৃহে দেখতে পাবেন দর্শক। হৃতিক ঘনিষ্ঠদের মতে, সেই সময়ে যখন এই ছবি মুক্তি পেয়েছিল তখন যে ছোট্ট হৃতিক-ভক্তরা প্রেক্ষাগৃহে হাজির হতে পারেননি, এবারে তাঁরা কিন্তু পারবেন। আর যে যুবকেরা দেখেছিলেন সেই সময় এই ছবি, তাঁরা ফের জিয়া নস্ট্যাল করতে হাজির হতেই পারেন প্রেক্ষাগৃহে। সূত্রের তরফে আরও জানা গিয়েছে, জানুয়ারির প্রথম সপ্তাহের মধ্যেই বিভিন্ন ওটিটি প্ল্যাটফরমগুলোতে এই ছবি রি-রিলিজের বিজ্ঞাপন দেখা যাবে। 

প্রসঙ্গত, এই রোম্যান্টিক-থ্রিলারে হৃতিকের বিপরীতে দেখা গিয়েছিল আমিশা পটেলকে। এই ছবির মাধ্যমে বলিপাড়ায় যাত্রা শুরু করেছিলেন আমিশা। হৃতিক-আমিশার পাশাপাশি এই ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা গিয়েছিল অনুপম খের, সতীশ শাহ, দলীপ তাহিল, আশিষ বিদ্যার্থী, ফরিদা জালাল-এর মতো অভিনেতা, অভিনেত্রীরা।