আজকাল ওয়েবডেস্ক: বক্সিং ডে টেস্ট ম্যাচের চতুর্থ দিনে ব্যাট হাতে দুর্দান্ত লড়াই করে ম্যাচে ফিরল অস্ট্রেলিয়া। ওপরের দিকের ব্যাটারদের ব্যর্থতার পরে ৯১ রানে ৬ উইকেট হারালেও অধিনায়ক প্যাট কামিন্স, নাথান লায়ন এবং স্কট বোল্যান্ডের লড়াইয়ে চতুর্থ দিনের শেষে অজিদের রান নয় উইকেটে ২২৮। বড় রান পান একমাত্র মার্নাস লাবুশেন। অস্ট্রেলিয়া এগিয়ে রয়েছে ৩৩৩ রানে। ২০০০ সালের পর এমসিজিতে সর্বোচ্চ তাড়া করা রান মাত্র ১৮৩। এমসিজিতে সর্বকালের সর্বোচ্চ রান তাড়া করার রেকর্ড ৩৩২। সেক্ষেত্রে ভারতের সামনে রেকর্ড গড়ার ইঙ্গিত রয়েছে। কিন্তু চতুর্থ দিনের শেষ দিকে অস্ট্রেলিয়া ইনিংস ডিক্লেয়ার করল না কেন? অস্ট্রেলিয়ার এই কৌশল নিয়ে প্রশ্ন তোলেন প্রাক্তন ভারতীয় কোচ রবি শাস্ত্রী। তাঁর মতে, নাথান লায়ন ও স্কট বোল্যান্ডের মতো ১০ এবং ১১ নম্বর ব্যাটার যদি প্রায় ২০ ওভার টিকে থাকতে পারে, তাহলে ভারতীয় বিশেষজ্ঞ ব্যাটারদের পক্ষে সেই পিচে রান করা অনেক সহজ হতে পারত।
সম্ভবত এই কারণেই অস্ট্রেলিয়া ইনিংস ঘোষণা করেনি। তারা ভারতীয় ব্যাটিং লাইন-আপ নিয়ে একটু চিন্তিত বিশেষ করে গত বিজিটিতে গাব্বায় ৩২৯ রান তাড়া করার ঘটনার পরে। তারা জানে, এই ভারতীয় দলে এমন খেলোয়াড় রয়েছে যারা আক্রমণাত্মক ব্যাটিংয়ে দক্ষ যেমন জয়সওয়াল, রোহিত, কোহলি। ব্যাটিংয়ের গভীরতাও রয়েছে দলে। রবি শাস্ত্রীর মতে, শেষ দিনে ভারতের টেকনিক ও মানসিক দৃঢ়তার পরীক্ষা হবে। কারণ, পঞ্চম দিনে নতুন বলে কামিন্স ভারতকে চাপে ফেলার চেষ্টা করবেন। শাস্ত্রী আরও বলেন, ২০১৫ সালের একটি টেস্ট ম্যাচে এই একই পরিস্থিতি ছিল। অস্ট্রেলিয়া পঞ্চম দিনের সকালে কিছুক্ষণ ব্যাট করে ভারতকে প্রায় ৫-৬ ঘণ্টা ব্যাট করতে দিয়েছিল এবং ভারত সেবার ম্যাচ ড্র করে। এবারে শেষ দিনে তিনরকমই সম্ভাবনা রয়েছে।
