আজকাল ওয়েবডেস্ক: ছেলের বিয়ে মনে রাখবে গোটা শহর। এমনই ইচ্ছে ছিল ছেলের বাবার। কিন্তু, শুধু সহর নয়, দেশের গণ্ডি পেরিয়ে ছেলের বিয়ের খবর দুনিয়াজুড়ে ভাইরাল। ছেলের বিয়েতে বিমান ভাড়া করে পুত্রবধূর বাড়িতে ওড়ানো হল রাশি রাশি টাকা! অভিনব এই ঘটনা পাকিস্তানের সিন্ধ প্রদেশের হায়দরাবাদ শহরের। 

বিয়ের দিন শুরু থেকেই বাড়ির কাছে মাঠে রাখ ছিল একটি ছোট বিমান। আত্মীয়রা ভেবেছিলেন হয়তো ছেলে সেই বিমানে চেপে হবু স্ত্রীর বাড়ির উদ্দেশে রওনা দেবেন। পরে সব ধারণা ভেঙে যায়। আত্মীয়রা দেখেন ওই বিমানে লক্ষ লক্ষ পাকিস্তানি টাকা নিয়ে ছেলের বাবা বেয়াই বাড়ির উদ্দেশে চলেছেন। 

সম্প্রতি ভাইরাল ভিডিও-তে দেখা যাচ্ছে, বিমানটি পুত্রবধূর বাড়ির ওপর বেশ কিছুকক্ষণ চক্কর কেটল। তারপরই সেই বিমান থেকে ছেলের বাবা পুত্রবধূর বাড়ি উদ্দেশে আকাশ থেকেই রাশি রাশি টাকা ছড়াচ্ছেন। যা উড়ে এসে পড়ছে। যা দেখে কার্যত হতবাক হয়ে যান পুত্রবধূর বাড়ির লোকজন। সেই টাকা কুড়োতে হইহই পড়ে যা।  জানা গিয়েছে ২ হাজার টাকার নোটে মোট ১ লাখ টাকা বিমান থেকে ফেলা হয়েছে। 

 

?ref_src=twsrc%5Etfw">December 24, 2024

শুধু এই ঘটনাই নয়, ২০২২ সালেও বিয়ের একটি ভিডিও ক্লিুপ ভাইরাল হয়েছিল। যেখানে দেখা যায়, ভাইয়ের বিয়েতে বরের গলায় ৩৫ ফুট লম্বা টাকার মালা দিয়ে বিয়ের মুহূর্ত বিশেষ করে তুলেছিলেন পাত্রের দাদা। সে মালা বয়ে আনতেই দরকার পড়েছিল ছয়-সাতজনকে।

উপমহাদেশে জাঁকজমকের বিয়েই দস্তুর। কিন্তু সেই বিয়ের আসরে তাক লাগাতে লোকেরা কী করতে পারে তার কোনও সীমা নেই।