আজকাল ওয়েবডেস্ক: তিনটি ক্যাচ ফেলে যশস্বী জয়সওয়াল আসামীর কাঠগড়ায়। কথায় বলে, ক্যাচেস উইন ম্যাচেস। কিন্তু মেলবোর্নে টেস্টের গুরুত্বপূর্ণ মুহূর্তে ভারতের তরুণ ক্রিকেটার ক্যাচ ছেড়ে অধিনায়ক রোহিত শর্মাকে পর্যন্ত রাগিয়ে দিলেন। ভারত অধিনায়ক শান্ত থাকেন মাঠে। কিন্তু যশস্বীর ক্যাচ ছাড়া দেখে আর শান্ত থাকতে পারেননি
তিনি। স্লিপে দাঁড়িয়ে হাত ছুড়তে থাকেন রোহিত।
অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসের তৃতীয় ওভারে লেগ গালিতে দাঁড়ানো যশস্বী ক্যাচ ফেলেন উসমান খওয়াজার। সেই সময়ে খওয়াজা ২ রানে ব্যাট করছিলেন। পরে সেই খওয়াজা ১৯ রান করে ফেরেন সিরাজের বলে।
লাবুশেন জীবন ফিরে পেয়ে পঞ্চাশ করে ফেলেন। শেষ মেশ ৭০ রানে আউট হন লাবুশেন। কিন্তু অস্ট্রেলিয়ার রান যখন ৬ উইকেটে ৯৯, সেই সময়ে স্লিপে লাবুশেনের ক্যাচ ফেলে দেন যশস্বী জয়সওয়াল। আকাশদীপকে দেখা যায় উত্তেজিত ভাবে কিছু বলতে। রোহিত শর্মা তো হাত ছুড়লেন রাগে।
চা বিরতির ঠিক আগে প্যাট কামিন্সের ক্যাচ ফেলে দেন যশস্বী। সেই সময়ে কামিন্স ২০ রানে ব্যাট করছিলেন। যশস্বী দাঁড়িয়েছিলেন সিলি পয়েন্টে। কামিন্সের ক্যাচ ফেলার পরে রোহিত ফের প্রতিক্রিয়া দেখান।
3rd drop catch for Yashasvi Jaiswal today. One of the best fielder having a poor day. pic.twitter.com/TfUOSQO8CM
— Div???? (@div_yumm)Tweet by @div_yumm
একদিকে যখন বুমরা ও সিরাজ অস্ট্রেলিয়ার ইনিংস ভাঙার কাজ করছেন, তখন যশস্বী বড়লোকের বাউন্ডুলে ছেলের মতো ক্যাচ ছাড়লেন।
