আজকাল ওয়েবডেস্ক: মেলবোর্নে ফলো অন এড়িয়ে গিয়েছে ভারত। অষ্টম উইকেটে নীতীশ কুমার রেড্ডি এবং ওয়াশিংটন সুন্দরের ১০৫ রানের পার্টনারশিপে ভর করে কামব্যাকের চেষ্টায় টিম ইন্ডিয়া। তৃতীয় দিনের চা বিরতিতে পিছিয়ে ১৪৮ রানে। এদিন মেলবোর্নে বিজিটির চতুর্থ টেস্টে মিচেল স্টার্ককে বাউন্ডারি মেরে তিনি নিজের অর্ধশতরান পূরণ করলেন নীতীশ রেড্ডি। আন্তর্জাতিক কেরিয়ারের প্রথম অর্ধশতরান নীতীশ উদযাপন করলেন আল্লু অর্জুনের সুপারহিট সিনেমা ‘পুষ্পা’-র জনপ্রিয় স্টাইলে।
২১ বছর বয়সী ভারতীয় অলরাউন্ডার ব্যাটটি তার গলায় রেখে আল্লু অর্জুনের ভঙ্গিমায় সেলিব্রেশন করেন। আল্লু অর্জুনকেও পুষ্পা সিনেমায় একই রকম ভাবে সেলিব্রেশন করতে দেখা গিয়েছে। নীতীশের পঞ্চাশের সময় ধারাভাষ্য দিচ্ছিলেন প্রাক্তন ক্রিকেটার সুনীল গাভাসকার। নীতীশের সেলিব্রেশন দেখে হাসতে হাসতে বলেন, “ও... পুষ্পা!” নীতিশের এই অভিনব উদযাপন দেখে মুগ্ধ হয়ে গিয়েছেন সমর্থকরাও। প্রথম দিকে পিছিয়ে পড়েও কিছুটা কামব্যাক করেছে ভারত। নীতীশ এবং ওয়াশিংটনকে সমানে উৎসাহ দিয়ে যাচ্ছেন সমর্থকরা।
"???????????????? ???????????????????????????? ????????????????!" ????
— Star Sports (@StarSportsIndia)
The shot, the celebration - everything was perfect as #NitishKumarReddy completed his maiden Test fifty! ????#AUSvINDOnStar ???? 4th Test, Day 3 | LIVE NOW! | #ToughestRivalry #BorderGavaskarTrophy pic.twitter.com/hupun4pq2NTweet by @StarSportsIndia
এমসিজিতে অর্ধশতরান করে নীতীশ কুমার রেড্ডি অস্ট্রেলিয়ায় ভারতীয় ব্যাটারদের একটি বিশেষ তালিকায় জায়গা করে নিয়েছেন। তিনি একই তালিকায় জায়গা করে নিয়েছেন অনিল কুম্বলে, শার্দুল ঠাকুরদের মত ব্যাটারদের সঙ্গে। অস্ট্রেলিয়ায় টেস্ট ক্রিকেটে ভারতীয় ব্যাটার হিসেবে আট নম্বর পজিশনে ব্যাটিং করে অর্ধশতরান করেছেন নীতীশ। এই তালিকায় রয়েছেন রবি শাস্ত্রী, শার্দুল ঠাকুর, কারসন ঘাউরি, মনোজ প্রভাকর, রবিচন্দ্রন অশ্বিন, দত্তু ফাড়কর এবং হেমু অধিকারীও। নীতীশের এই পারফরম্যান্স নতুন রেকর্ড তো গড়েছেই পাশাপাশি মনোবল বাড়াচ্ছে ভারতীয় দলেরও।
