আজকাল ওয়েবডেস্ক: কিছুদিন আগেই প্রয়াত হয়েছেন টাটা গ্রুপের প্রাক্তন চেয়ারম্যান রতন টাটা। দেশের অন্যতম শিল্পপতির মৃত্যুর বহু সংস্থা তাঁকে সম্মান জানিয়েছে বিভিন্ন ভাবে। তবে এবার অভিনব এক উদ্যোগ নিয়েছে তামিলনাড়ুর একটি বেকারি ঐশ্বর্য্যা’স বেকারিজ। জানা গিয়েছে, প্রতি বছরই বড়দিনে বিখ্যাত ব্যক্তিত্বদের ভাস্কর্য তৈরি করে থাকে এই সংস্থা। এই বছর তাঁদের ভাবনায় ফুটে উঠেছেন রতন টাটা এবং তাঁর প্রিয় পোষ্য টিটো। টাটা গ্রুপের প্রাক্তন চেয়ারম্যান চলতি বছরের ৯ অক্টোবর ৮৬ বছর বয়সে প্রয়াত হন।
?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14">
?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
View this post on Instagram
?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Jist (@jist.news)
পোষ্যপ্রেমী হিসেবে খ্যাত রতন টাটা বরাবরই কাজ করেছেন রাস্তার পোষ্যদের জন্য। শিল্পপতিকে স্মরণ করে এই বছর বড়দিনে এক বিশাল বরফের কেক বানিয়েছে ঐশ্বর্য্যা’স বেকারিজ। এই বরফের কেকের ভাস্কর্যে রতন টাটা এবং তাঁর পোষ্যের প্রতি ভালবাসা ফুটিয়ে তুলেছেন শিল্পী। সাত ফুট লম্বা এই বরফের ভাস্কর্যটি একটি কাচের বাক্সে সংরক্ষিত অবস্থায় ঐশ্বর্য্যা’স বেকারির বাইরে রাখা হয়েছে। সেখানে দেখা গিয়েছে, রতন টাটা একটি নীল শার্ট এবং একটি বাদামি প্যান্ট পরে টিটোর সঙ্গে করমর্দন করছেন। তাঁর প্রিয় পোষ্যের মুখে একটি বল রয়েছে।
জানা গিয়েছে, এই ভাস্কর্যটি তৈরি করতে ব্যবহার করা হয়েছে প্রায় ৬০ কেজি চিনি এবং ২৫০টি ডিম। একটি সোশ্যাল মিডিয়া পোস্টে লেখা হয়েছে, ‘রতন টাটা পোষ্যদের প্রতি তাঁর গভীর ভালোবাসার জন্য পরিচিত ছিলেন। তাঁর প্রিয় টিটোর আজীবনের দায়িত্ব নিয়েছিলেন তিনি’। জানা গিয়েছে, বড়দিনের পুরো মরশুম জুড়ে এই বরফের ভাস্কর্যটি প্রদর্শিত হবে। ইতিমধ্যেই, মূর্তির সঙ্গে ছবি তোলার জন্য দোকানের বাইরে ভিড় জমাচ্ছেন স্কুল পড়ুয়াসহ অসংখ্য মানুষ।