শনিবার ০৩ মে ২০২৫
সম্পূর্ণ খবর

নিজস্ব সংবাদদাতা | | Editor: শ্যামশ্রী সাহা ০৬ ডিসেম্বর ২০২৩ ০৭ : ৪০
প্রচণ্ড খেপেছেন শুভ্রজিৎ মিত্র। ‘দেবী চৌধুরাণী’ ঘোষণার পর থেকেই নানা সমস্যায় ভুগছেন। সে সব পেরিয়ে যখন শুটিং দোরগোড়ায় তখনই জোর গুঞ্জন, পরিচালক নাকি ছবি তৈরির নামে ভুয়ো খবর ছড়িয়েছেন। প্রযোজক সরে গিয়েছেন। বিষয়টি জানাজানি হতেই নাকি ক্ষুব্ধ ছবির নায়িকা শ্রাবন্তী চট্টোপাধ্যায়। তিনি তড়িঘড়ি উইন্ডোজ প্রযোজনা সংস্থার আগামী ছবি ‘আমার বস’ ছবিতে সই করেছেন। এবং এই কারণের জন্যই নাকি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এখনও ‘লুক’ সেট করেননি!
খবরের সত্যতা জানতে আজকাল ডট ইন যোগাযোগ করেছিল শুভ্রজিতের সঙ্গে। ইতিমধ্যেই তিনি সামাজিক পাতায় ছবি তৈরি সংক্রান্ত একটি খবর ভাগ করে নিয়েছেন। কথা তুলেই পরিচালকের পাল্টা প্রশ্ন, ‘‘দেবী চৌধুরাণী’র প্রযোজক অ্যাডিটেড মোশন পিকচার্স। তারা সরে গেলে তাদের লেটার হেডে নতুন খবর ভাগ করে নিতে পারা যায়?’’ তিনি আরও জানিয়েছেন, এবার আর শুধু ভারত নয়, দেশের সঙ্গে যৌথ ভাবে ছবিটি প্রযোজনা করবে মার্কিন যুক্তরাষ্ট্র আর ব্রিটিশ যুক্তরাজ্যের প্রযোজনা সংস্থা। অর্থাৎ, ছবিটি আন্তর্জাতিক মাপের। তার জন্যই সময় লাগছে। যদিও বাকি প্রযোজকদের নাম এক্ষুণি প্রকাশ্যে আসবে না। নির্দিষ্ট সময়ে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রকাশ্যে আনা হবে তাদের নাম। তারপরেই তাঁর কটাক্ষ, ‘‘তিন তিনটি প্রথম সারির দেশের প্রযোজনা সংস্থা একটি ছবির পিছনে। এবার গুজব ছড়াতে গেলে একটু ভাবতে হবে।’’
পিরিয়ড ড্রামা তৈরি যথেষ্ট ব্যয়সাপেক্ষ। তাই কি তিন দেশের প্রযোজকদের নিয়ে এই পদক্ষেপ? নাকি গুজব এড়াতে? শুভ্রজিতের যুক্তি, অনেক আগে থেকেই ঠিক বিষয়টি নির্ধারিত। তিনি ঘোষণা করেননি। যে হারে ছবিটিকে নষ্ট করার পরিকল্পনা করা হচ্ছে তার জন্য বাধ্য হয়েই খবরটি ফাঁস করলেন। শুটিং আরও গুছিয়ে নেওয়ার জন্যই নতুন সময় ঠিক করা হয়েছে। সেই অনুযায়ী, চলতি বছরে নয়, আগামী বছরে শুট শুরু হবে। তিন দেশের প্রযোজনা সংস্থার প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। এই পদক্ষেপ আরও একটি রাস্তা খুলে দিয়েছে। তৈরির পর ছবিটি সরাসরি বাফটা এবং অ্যাকাডেমি সম্মানের জন্য বিবেচিত হবে।
রইল বাকি শ্রাবন্তী এবং প্রসেনজিতকে নিয়ে গুঞ্জন। সে প্রসঙ্গে কী বলবেন পরিচালক? শুভ্রজিতের সাফ জবাব, ‘‘বুম্বাদা চুক্তিবদ্ধ। দাদা দম ফেলার ফুরসত পাচ্ছেন না। ওঁর লুকে কাঁচাপাকা লম্বা দাড়ির প্রয়োজন। সেটা না হলে কী করে লুক সেট করবেন? তার জন্য যেটুকু সময় দরকার সেটাই নিচ্ছেন।’’ সংবাদমাধ্যমে এও ছড়িয়েছে, এই ছবিকে কেন্দ্র করেই নাকি পরিচালক-নায়িকার মনোমালিন্য চলছে। শুভ্রজিতের বক্তব্য, ‘‘টলিউড এবং সংবাদমাধ্যমের নোংরামিতে প্রযোজকদের পাশাপাশি শ্রাবন্তীও বিরক্ত। আমাদের মধ্যে রোজ ছবি নিয়ে, চরিত্র নিয়ে, অভিনয় নিয়ে আলোচনা চলছে। আর শ্রাবন্তী আমার সঙ্গে কথা বলেই উইন্ডোজ প্রযোজনা সংস্থাকে নতুন ছবির তারিখ দিয়েছে।’’
নানান খবর

নানান খবর

'বুলি'ই কি আসলে 'কথা'? 'এভি'র মুখোমুখি হতেই ধরা পড়ল কোন সত্যি!

কার পোশাকে 'মেট গালা'র লাল গালিচায় হাঁটবেন হবু মা কিয়ারা? ছেলে তৈমুরের কাছে কেন ক্ষমা চান সইফ?

জুনে আসছে নতুন সদস্য, কার কাছে ন'মাসের সাধ খেলেন পিয়া চক্রবর্তী?

প্রয়াত অনিল কাপুরের মা নির্মল কাপুর, শোকস্তব্ধ অর্জুন-জাহ্নবী-সোনম

Exclusive: সত্যজিতের ডাকে গোঁফ ফেলে দিলেন ‘নবাব’! ‘শাখাপ্রশাখা’র অভিজ্ঞতা আজও রঞ্জিত মল্লিকের অমূল্য ‘মানিক’

১৭ বছর পর ফিরছে অক্ষয়-সইফ জুটি! কোন পরিচালকের থ্রিলারে ফুটবে পুরনো জুটির ম্যাজিক?

লতা, কিশোর, আরিজিৎ—সবকিছু ইতিহাস পাকিস্তানে! প্রতিবেশী দেশের এফএম থেকে উধাও ভারতীয় সুর

সত্যজিৎকে অভিনব শ্রদ্ধার্ঘ্য, ‘জয় বাবা ফেলুনাথ’ এবং ‘চিড়িয়াখানা’-র পোস্টারের আদলে ‘চোর’দের ছবি ঘোষণা!

'আর দেখা হবে না..' বর্ষীয়ান অভিনেতা হরিদাস চট্টোপাধ্যায়ের প্রয়াণে শোকে পাথর শ্রুতি দাস, প্রিয় 'মিঠুদাদু'কে শেষবার্তায় কী লিখলেন?

ছোটপর্দায় ফিরেই বিয়ের পিঁড়িতে আরিয়ান! চেনেন পাত্রীকে?

কন্নড় গান গাও! অনুষ্ঠানের মাঝেই 'হুমকি', মেজাজ হারিয়ে মুখের উপর কী রগরগে জবাব দিলেন সোনু?

‘ওর জীবনের সেরা চরিত্র এটা-ই’—দীপিকাকে নিয়ে শাহরুখের আবেগঘন মন্তব্য, চোখ ভিজল বলিউডের!

বলিউডে অভিষেক হচ্ছে ববি দেওলের দুই ছেলের! কোন ছবিতে দেখা যাবে আর্যমান ও ধর্মকে?

মেঘলা পাহাড়, তরতাজা প্রেম আর ফেডারেশন-জট পেরিয়ে শুরু রাহুলের ‘মন মানে না’

ক্যাটরিনা-করিনা বাদ, জিতলেন দীপিকা! শাহরুখের ‘কিং’-এ কোন অবতারে দেখা যাবে তাঁকে?

মৃত্যুকে চোখ রাঙিয়ে কুমির ভর্তি লেকে ঝাঁপ দিলেন নওয়াজ! কার জন্য?

টুকটুকে লাল বেনারসিতে মুখেভাত কৃষভির, অক্ষয় তৃতীয়ায় মেয়ের মুখ দেখালেন কাঞ্চন-শ্রীময়ী

‘হাউজফুল ৫’-এর ঝলকে ঢুকে পড়ল নেটফ্লিক্সের ‘স্কুইড গেম’-এর ঘাতক! দমফাটা কমেডির ভিড়ে এবার মৃত্যুর গন্ধ?