ফের বলিপাড়ার শিরোনামে কঙ্গনা রানাওয়াত। এবার বিতর্কিত মন্তব্য কিংবা নতুন ছবির কারণে নয়, নিজের এআই নির্মিত ছবি নিয়ে সরব হয়েছেন তিনি।

ইদানীং কৃত্রিম বুদ্ধিমত্তার অব্যবহার, বিশেষ করে সমামাধ্যমে ছবি বিকৃত করা নিয়ে অনেক তারকাই মুখ খুলেছেন। সম্প্রতি সেই তালিকায় যোগ হয়েছেন কঙ্গনা। মাজমাধ্যমে তাঁর এআই-নির্মিত ছবি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন  সাংসদ-নায়িকা। তিনি অভিযোগ করেছেন যে অনলাইনে তাঁর এআই সম্পাদিত ছবি ব্যাপকভাবে শেয়ার হচ্ছে, যেখানে তাঁকে দেখানো হয়েছে এমন পোশাকে যা তিনি কখনওই পরেননি। কঙ্গনা বলেন, “এই আচরণ বর্ণনা করার বাইরে এবং এটি তাঁর ব্যক্তিগত স্বাধীনতার লঙ্ঘন করেছে।”

কঙ্গনার অভিযোগ, পার্লামেন্টের বাইরে তাঁর আসল ছবিটি তোলা হয়েছিল। যেখানে তিনি পরেছিলেন শাড়ি। কিন্তু সমাজ মাধ্যমে এই ছবিগুলোকে এআই-এর মাধ্যমে ভিন্ন পোশাকে যেমন সুট, টাই, স্কার্ট বা অন্য কোনও পোশাকে দেখানো হয়েছে। সোশ্যাল মিডিয়ায় দেদার শেয়ার হচ্ছে অভিনেত্রী সেইসব ছবি। 

কঙ্গনা লিখেছেন, “প্রতিদিন সকালে উঠে আমি দেখি আমার বিভিন্ন পোশাক ও মেক‑আপে সাজানো ছবি, এমনকী এআই-সম্পাদিত ছবি পর্যন্ত ঘুরে বেড়াচ্ছে নেটদুনিয়ায়। যা আমার জন্য অস্বস্তিকর এবং মানসিকভাবে বিরক্তিকর।” কঙ্গনা স্পষ্ট করে দিয়েছেন যে তাঁর চেহারা, পোশাক ও লুক সম্পর্কিত সিদ্ধান্ত সবই তাঁর ব্যক্তিগত পছন্দ। তিনি চান না যে অন্য কেউ এআই দ্বারা তাঁর ছবি পরিবর্তন করে ব্যবহার করুক। তিনি অনুরোধ করেছেন, “অন্যান্য ক্ষেত্রে দৃষ্টি আকর্ষণ করার জন্য আমার ছবিতে এআই ব্যবহার বন্ধ করুন।”

প্রসঙ্গত, এই ঘটনা শুধু কঙ্গনার নয়, ডিজিটাল যুগে তারকাদের পরিচয় ও সম্মান রক্ষা একটি বড় বিষয় হয়ে উঠেছে। এআই‑সম্পাদিত ছবি অনুমতি ছাড়া ব্যবহার করা ব্যক্তিগত স্বাধীনতা ও সম্মানের লঙ্ঘন হিসেবে দেখা হচ্ছে। ইতিমধ্যেই অনেক সেলিব্রিটি এই ধরনের এআই ছবির ব্যবহারের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন।