আজকাল ওয়েবডেস্ক: রান্নাঘর, বাড়িতে তৈরি করা খাবার যতই পছন্দের হোক না কেন, বর্তমান দ্রুততার যুগে অনেকেই বাইরের খাবারে বেশি অভ্যস্থ হয়ে পড়ছেন, সমীক্ষার তথ্য তেমনটাই। তারমাঝে অনলাইন অ্যাপের যুগে, বাইরের খাবার খাওয়া আরও সহজ হয়েছে, এমনকি অনেকেই ক্লান্ত হয়ে ফিরে এসে পছন্দের রেস্তোরাঁর খাবার নিয়ে নিচ্ছেন সহজে। কেউ কেউ ঘরের খাবার প্রতিদিন খেয়ে অভ্যস্থ হয়ে, টুক করে অর্ডার দিয়ে দিচ্ছেন প্রিয় কাবাব, বিরিয়ানির।


অনলাইন অর্ডার অ্যাপ সুইগি বলছে, ২০২৪ সালে, অর্থাৎ এই বছর তাদের অ্যাপে সবথেকে বেশি অর্ডার হয়েছে বিরিয়ানি। লক্ষ লক্ষ মানুষ এই খাবার বেছে নিয়েছেন এবং অর্ডার করেছেন। 


দ্বিতীয় স্থানে রয়েছে দোসা। গোটা বছরে ২৩ মিলিয়ন মানুষ অর্ডার করেছেন এই দক্ষিণ ভারতীয় খাবার অর্ডার করেছেন। 

১০ লক্ষ মানুষ রসলামাই অর্ডার করেছেন।  স্থানীয় হিসেবে, দিল্লিতে মানুষ সবথেকে বেশি অর্ডার করেছেন ছোলে বাটুরে। শিলংয়ের মানুষ অর্ডার করেছেন  নুডুলস, চন্ডিগড়ে সবথেকে বেশি অর্ডার রয়েছে সারা বছরে আলু পরোটা।  এক বছরে চিকেন রোল অর্ডার করেছেন প্রায় ৩ মিলিয়ন মানুষ। মাঝরাত্তিরে সবথেকে বেশি অর্ডার করেছেন মানুষ বার্গার।  ওইসব খবর রাত ১২টা থেকে ২তোর মধ্যে অর্ডার হয়েছে।