আজকাল ওয়েবডেস্ক:‌ ২৩ ফেব্রুয়ারি মুখোমুখি হচ্ছে ভারত–পাকিস্তান। চ্যাম্পিয়ন্স ট্রফিতে। দীর্ঘ টালবাহানার পর চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি ঘোষণা করল আইসিসি। ভারতের প্রস্তাবিত হাইব্রিড মডেল মেনে নেওয়া হয়েছে। টুর্নামেন্ট শুরু ১৯ ফেব্রুয়ারি। ২৩ ফেব্রুয়ারি দুবাইয়ে ভারত–পাক মহারণ। খেলা হবে দুবাইয়ে। 

ভারতের কথা মেনে রোহিতদের সব খেলা দুবাইয়েই রাখা হয়েছে। অংশ নেবে আট দল। তার মধ্যে রয়েছে ভারত, পাকিস্তান, আফগানিস্তান, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড। 


আটটি দলকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে। এ গ্রুপে রয়েছে ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ড ও বাংলাদেশ। আর বি গ্রুপে রয়েছে দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া, আফগানিস্তান ও ইংল্যান্ড।
গতবারের চ্যাম্পিয়ন পাকিস্তান। আগামী বছরের ১৯ ফেব্রুয়ারি করাচিতে টুর্নামেন্ট শুরু পাকিস্তান ও নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে। ২০ ফেব্রুয়ারি অভিযান শুরু করবে ভারত। দুবাইয়ে খেলবে বাংলাদেশের বিরুদ্ধে। এরপর ২৩ ফেব্রুয়ারি দুবাইয়ে ভারত–পাক মহারণ। ভারতের পরের খেলা সেই ২ মার্চ নিউজিল্যান্ডের বিরুদ্ধে। খেলা হবে দুবাইয়ে। 


এরপর ৪ ও ৫ মার্চ হবে দুটি সেমিফাইনাল। প্রথমটি দুবাইয়ে। দ্বিতীয়টি লাহোরে। ৯ মার্চ ফাইনাল হবে লাহোরে। তবে ভারত উঠলে খেলা হবে দুবাইয়ে। ফাইনালের জন্য থাকছে রিজার্ভ ডে।
প্রসঙ্গত, ভারত ছাড়া সব দেশই খেলবে পাকিস্তানে।