আজকাল ওয়েবডেস্ক:‌ বড় আত্মত্যাগ সঞ্জু স্যামসনের। আইপিএলে তিনি আর উইকেটকিপিং করবেন না। ১৮ কোটিতে সঞ্জুকে রেখে দিয়েছে রাজস্থান। কিন্তু অধিনায়ক জানিয়ে দিয়েছেন, তিনি আগামী আইপিএলে নিয়মিত উইকেটকিপিং করবেন না। তরুণ ধ্রুব জুরেলকে সেই জায়গা ছেড়ে দিতেই এই সিদ্ধান্ত নিলেন সঞ্জু।


এক সাক্ষাৎকারে সঞ্জু বলেছেন, ‘‌এখনও প্রকাশ্যে কথাটা বলিনি। কিন্তু ক্রিকেটারদের পাশে দাঁড়ানোই আমাদের কাজ। ধ্রুব জুরেলের ব্যথাটা আমরা বুঝি। জানি ও টেস্ট দলে উইকেটকিপিং করতে চায়। তবে আইপিএলেও কোনও না কোনও দিন গ্লাভস পরে উইকেটের পিছনে দাঁড়াতে হবে।’‌ এরপরই তিনি যোগ করেছেন, ‘‌এবার উইকেটকিপিংয়ের দায়িত্ব ভাগ করে নেব। ফিল্ডার হিসাবে খুব বেশি ম্যাচে দলকে নেতৃত্ব দিইনি। আপাতত দেখতে চাই বিষয়টা কোন দিকে এগোয়। দলে যাতে কোনও প্রভাব না পড়ে সেটা দেখাই দায়িত্ব। দল সবার আগে প্রাধান্য পাবে।’‌
এটা ঘটনা জুরেলকে ১৪ কোটি টাকায় রিটেন করেছে রাজস্থান। ছেড়ে দিতে হয়েছে জস বাটলারকে। বছরের শুরুতে ইংল্যান্ড সিরিজে খেলেছিলেন জুরেল। ভাল খেলা সত্ত্বেও টেস্ট দল থেকে বাদ পড়তে হয় তাঁকে। ঋষভ পন্থ ফেরার পর আর জাতীয় দলের হয়ে খেলার সুযোগ পাননি।


তবে পারথ টেস্টে জুরেল ও পন্থ দু’‌জনেই খেলেছিলেন। কিন্তু পরের দুই টেস্টে জুরেল প্রথম একাদশে জায়গা পায়নি। হয়ত আগামী দুই টেস্টেও পাবেন না।