সংবাদসংস্থা মুম্বই: ফের শোকের ছায়া বিনোদন জগতে। ২৩ ডিসেম্বর সোমবার, শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন পরিচালক, লেখক শ্যাম বেনেগাল। সংবাদমাধ্যমকে তাঁর পরিবার জানিয়েছে, মুম্বইয়ের এক হাসপাতালে এদিন ৬:৩০ নাগাদ পরিচালকের মৃত্যু হয়েছে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর।
গত ১৪ ডিসেম্বরে ৯০ বছর বয়সে পদার্পণ করেছিলেন পরিচালক। ১৯৭০ থেকে ১৯৮০ দশকে ভারতীয় চলচ্চিত্র জগতকে তিনি উপহার দিয়েছেন একের পর এক সিনেমা। ‘মন্থন’, ‘অংকুর’, ‘ভূমিকা’, ‘জুনুন’, ‘মান্ডি’, ‘নিশান্ত’ সহ বহু ছবি পরিচালনা করেছেন তিনি।
৯০ বছর বয়সে পদার্পণ করেও তিনি নিজের কাজ নিয়ে এখনও ব্যস্ত ছিলেন। গত বছর ‘মুজিব: দ্যা মেকিং অফ নেশন’ নামক ছবির পরিচালনা করেছিলেন তিনি যে সিনেমায় ভারত এবং বাংলাদেশের একাধিক নামিদামি অভিনেতারা অভিনয় করেছিলেন। হাতে ছিল বেশ কয়েকটি কাজ। কিন্তু তার মাঝেই না ফেরার দেশে শ্যাম বেনেগাল।
বেশ অনেক দিন ধরে সপ্তাহে তিনবার ডায়ালাইসিস করার জন্য হাসপাতালে যেতে হত পরিচালককে। একাধিক শারীরিক সমস্যা থাকলেও কাজই ছিল তাঁর সাধনা, ধ্যানজ্ঞান।
শ্যাম বেনেগাল ভারতীয় চলচ্চিত্রের ক্ষেত্রে নক্ষত্র সমান। বিস্তৃত ভারতীয় ছবির ইতিহাসে তাঁর সৃষ্টি বারবার চমকে দিয়েছে দর্শকদের। সেই শ্যাম বেনেগালের ছবি 'মন্থন' কয়েকদিন আগেই নতুন করে মুক্তি পেয়েছিল। রিস্টোর্ড ভার্সন হিসেবে সেটি প্রথম দেখানো হয় কান চলচ্চিত্র উৎসবে। ভারতের মিল্ক ম্যান ভার্গিস কুরিয়ানকে নিয়ে তৈরি এই ছবি এবার কলকাতা চলচ্চিত্র উৎসবেও দেখানো হয়।
শ্যাম বেনেগালের মৃত্যুতে শোকের ছায়া বলিউডে। তাঁর প্রয়াণ ভারতীয় চলচ্চিত্রের এক অপূরণীয় ক্ষতি।
