আজকাল ওয়েবডেস্ক: অভিষেক পোড়েলের দুর্দান্ত সেঞ্চুরিতে বাংলা ৬ উইকেটে হারাল দিল্লিকে। বিজয় হাজারে ট্রফিতে ৫১ বল বাকি থাকতে ম্যাচ জিতে নেয় বাংলা। এই জয় প্রমাণ করছে ম্যাচে কতটা আধিপত্য দেখিয়েছেন অভিষেক পোড়েলরা।
এদিন টস জিতে বাংলা প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। দিল্লি প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৭ উইকেটে ২৭২ রান করে। দিল্লির ব্যাটারদের মধ্যে অনুজ রাওয়াত সর্বোচ্চ ৭৯ রান করেন। দিল্লির ব্যাটারদের মধ্যে
বৈভব কান্দপাল (৪৭), আয়ুষ বাদোনি (৪১) ও হিম্মত সিং (৬০) উল্লেখযোগ্য রান করেন। বাংলার বোলারদের মধ্যে মুকেশ কুমার ৬৬ রানে ৪ উইকেট নেন।
রান তাড়া করতে নেমে বাংলা ৪১.৩ ওভারে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। বাংলা ৪১.৩ ওভারে ৪ উইকেটে ২৭৪ রান করে ম্যাচ জিতে নেয়।
বাংলার জয়ের আসল কাণ্ডারী অভিষেক পোড়েল। ১৩০ বলে ১৭০ রান করেন বাংলার এই ওপেনার। ১৮টি বাউন্ডারি ও ৭টি ওভার বাউন্ডারিতে সাজানো ছিল অভিষেক পোড়েলের ইনিংস। অপরাজিত থেকে অভিষেক পোড়েল বাংলাকে জিতিয়ে দেন। বাকি ব্যাটারদের মধ্যে অনুষ্টুপ মজুমদার (৩৭) উল্লেখযোগ্য রান করেন। অভিষেক পোড়েলের মারমুখী ব্যাটিংয়ের সামনে দাঁড়াতেই পারেননি দিল্লির বোলাররা।
