আজকাল ওয়েবডেস্ক : তিন রাজ্যে ভোটে ভরাডুবির পর ইভিএমকে দুষলেন কংগ্রেসের রাজ্যসভার সদস্য দিগ্বিজয় সিং। তিনি বলেন, বর্তমানে প্রযুক্তি যেখানে রয়েছে সেখানে ইভিএম হ্যাক করা কঠিন কাজ নয়। যদিও বিজেপি এই কটাক্ষের উত্তর দিয়েছে। তারা জানিয়েছেন রাজনৈতিকভাবে পরাজিত হয়ে কংগ্রেস এখন ইভিএমের খেলা খেলছে। হিন্দি বলয় মধ্যপ্রদেশ, রাজস্থান এবং ছত্তিশগড়ে বিজেপি ধুয়ে ফেলেছে কংগ্রেসকে। নিজের এক্স হ্যান্ডেলে দিগ্বিজয় সিং লেখেন, ২০০৩ সাল থেকে ইভিএমের বিপক্ষে আমি কথা বলছি। ভারতের গণতন্ত্র হ্যাকারদের হাতে চলে গিয়েছে। মহামান্য নির্বাচন কমিশন এবং মহামান্য সুপ্রিম কোর্ট কি ভারতের গণতন্ত্র রক্ষা করতে পারবেন ? যদিও এর পাল্টা হিসাবে বিজেপির দাবি কংগ্রেস নিজের জালে নিজেই পড়েছে। তাই এখন এই ধরণের কথা বলছে। নিজেদের ব্যর্থতা স্বীকার না করে কংগ্রেস এখন ইভিএমের জুজু দেখাচ্ছে। রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রার ব্যর্থতা এর থেকেই প্রমাণিত।