সংবাদসংস্থা মুম্বই: টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন সারাদিনের গরমা গরম খবর কী?
অস্কার দৌড়ে ছিটকে গেল 'লাপাতা লেডিস'
অস্কারের দৌড় থেকে ছিটকে গেল কিরণ রাওয়ের 'লাপাতা লেডিস'। মঙ্গলবার অ্যাকাডেমি অব মোশন পিকচার্স, আর্টস অ্যান্ড সায়েন্সেস ২০২৫ সালের অস্কারের সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্ম বিভাগে মনোনয়নের জন্য ১৫টি ছবির নাম ঘোষনা করা হয়। সেই তালিকায় জায়গা করতে পারল না 'লাপাতা লেডিস'। স্বপ্ন পূরণের পথে এগিয়েও জায়গা পেল না এই ছবি।
দিলজিৎকে শ্রদ্ধা অ্যাটলির
সম্প্রতি, এক সাক্ষাৎকারে অভিনেতা বরুণ ধাওয়ান বলেন, "অ্যাটলি 'বেবি জন'-এর শুটিং শুরুর বহু আগে থেকেই 'নয়ন মাটক্কর' গানে দিলজিৎ দোসাঞ্জের কথা ভেবে রেখেছিলেন। তাই এই গানটি ওঁর গাওয়ার কথা ছিল বহু আগে থেকেই। দিলজিৎকে অ্যাটলি মন থেকে শ্রদ্ধা করেন। এমনকী অ্যাটলির পছন্দের গায়কের মধ্যে দিলজিৎ-এর নাম প্রথমেই থাকে।"
বিচ্ছেদের পর কী হয়েছিল বিপাশার?
জন আব্রাহামের সঙ্গে বিপাশা বসুর সম্পর্ক বলিউডে এক সময় জোর চর্চার বিষয় ছিল। দু'জনের সম্পর্ক নিয়ে ছড়িয়েছিল নানা গুঞ্জন। এক সাক্ষাৎকারে বিপাশা বসু জানান, সম্পর্কে বিচ্ছেদের পর খুব ভেঙে পড়েছিলেন তিনি। নিজেকে পরিত্যক্ত মনে হত অভিনেত্রীর। সবার থেকে আলাদা করে রেখেছিলেন নিজেকে। কাজের সুযোগ এলেও বারবার প্রত্যাখ্যান করেছেন। কিন্তু পরে নিজের ভুল বুঝতে পেরে সজাগ হয়েছিলেন বিপাশা। সেই কথাই এখন তুলে ধরেছেন বিপাশা।
