আজকাল ওয়েবডেস্ক: অন্ধ্র উপকূলে কিছুক্ষণেই আছড়ে পড়বে ঘূর্ণিঝড় মিগজাউম। হাওয়া অফিস সূত্রে আগেই সতর্ক করা হয়েছিল এই বিষয়ে। মৌসম ভবন আগেই জানিয়েছিল, মঙ্গলবার দুপুরে এই ঘূর্ণিঝড় শক্তি বাড়িয়ে আঘাত হানবে দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূলে। ল্যান্ডফলের সময় ঘূর্ণিঝড়ের গতিবেগ ঘণ্টায় ৯০ থেকে ১০০ কিলোমিটার হতে পারে বলেও জানানো হয়েছিল। অন্যদিকে আছড়ে পড়ার আগের দিন থেকেই একপ্রকার তান্ডব দেখাচ্ছে মিগজাউম। রবিবার থেকেই তার দাপটে শুরু হয়েছে বৃষ্টিপাত। রবিবার থেকেই চেন্নাই, চেঙ্গালপেট, কাঞ্চিপুরম, তিরুভাল্লুর সহ একাধিক জায়গায় ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে।  ঘূর্ণিঝড়ের প্রভাবে একপ্রকার বিপর্যস্ত চেন্নাই। শেষ পাওয়া খবর অনুযায়ী মিগজাউমের প্রভাবে সেখানে মৃত্যু হয়েছে ৮ জনের। সতর্ক বার্তায় জানানো হয়েছে ঘূর্ণিঝড় আছড়ে পড়ার সময় ঝড়ের সঙ্গেই থাকবে প্রবল জলোচ্ছ্বাস, যা অন্ধ্র উপকূলের নিচু জায়গাগুলিকে প্লাবিত করতে পারে। অন্ধ্র সরকার তিরুপতি, নেলোর, প্রকাশম, বাপটলা, কৃষ্ণা, পশ্চিম গোদাবরী, কোনসিমা এবং কাকিনাদা, অর্থাৎ ৮ জেলায় সতর্কতা জারি করেছে। ১৪৪ ধারা জারি হয়েছে পদুচেরীর উপকূলীয় অঞ্চলে। সেখানে সন্ধে ৬টার পর বাইরে বেরোতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সরকারি আধিকারিকদের পরিস্থিতি মোকাবিলার জন্য সবরকমভাবে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী। ইতিমধ্যে নিচু এলাকাগুলি থেকে সাধারণ মানুষকে সরিয়ে নিয়েছে প্রশাসণ। তাঁদের থাকার জন্য ব্যবস্থা করা হয়েছে প্রায় ৩০০টি ত্রাণ শিবিরের।