আজকাল ওয়েবডেস্ক: সাদা বলের ভারত সফরের জন্য দল ঘোষণা করল নিউজিল্যান্ড। বাদ কয়েকজন সিনিয়র ক্রিকেটার। টি-২০ বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে এই সফরকে নেবে কিউয়িরা। ১১ জানুয়ারি শুরু হবে সিরিজ। আসন্ন সফরে তিনটে একদিনের আন্তর্জাতিক এবং পাঁচ ম্যাচের টি-২০ খেলবে নিউজিল্যান্ড। ৭ ফেব্রুয়ারি থেকে ভারত এবং শ্রীলঙ্কায় বিশ্বকাপ। এই সফরকে তারই প্রস্তুতি হিসেবে নিতে চায় নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের নির্বাচকরা। পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ ব্ল্যাক ক্যাপসদের জন্য গুরুত্বপূর্ণ। বিশ্বকাপের ঠিক প্রাক্কালে ভারতের মন্থর উইকেটের সঙ্গে মানিয়ে নেওয়ার সুযোগ পাবে কিউয়িরা। একই সঙ্গে স্পিন খেলায় অভ্যস্ত হতে পারবে।
ঘরের মাঠে সম্পূর্ণ ভিন্ন পরিবেশ। পেস সহায়ক পিচ। উচ্চমানের স্পিন খেলার অভিজ্ঞতা নেই নিউজিল্যান্ডের ক্রিকেটারদের। টিম ম্যানেজমেন্ট মনে করছে, বিশ্বকাপের আগে এই সফর তাঁদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। টি-২০ দলকে নেতৃত্ব দেবেন মিচেল স্যান্টনার। চোট সারিয়ে দলে ফিরবেন তারকা স্পিনার। একদিনের সিরিজের অধিনায়ক মাইকেল ব্রেসওয়েল। সফরের জন্য একাধিক সিনিয়র প্লেয়ারকে ডেকে পাঠানো হয়েছে। এছাড়াও সম্প্রতি ভাল পারফরম্যান্সের জন্য কয়েকজন তরুণ ক্রিকেটারকেও সুযোগ দেওয়া হয়েছে। ঘরোয়া এবং এ টিম ক্রিকেটে ভাল খেলার পুরস্কার পান জেডেন লেনক্স, ক্রিস্টিয়ান ক্লার্ক, বেভন জেকবস এবং টিম রবিনসন। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট অভিষেক করা মাইকেল রাইও দলে জায়গা পেয়েছে।
চোট সারিয়ে একদিনের এবং টি-২০ দলে ফিরছেন কাইলি জেমিসন। টি-২০ দলে ফিরছেন মার্ক চ্যাপম্যান এবং ম্যাট হেনরিও। তাঁদের প্রত্যাবর্তনে বোলিং এবং ব্যাটিং আরও জোরদার হবে। অন্যদিকে ওয়ার্কলোড ম্যানেজমেন্টের জন্য কয়েকজন তারকা ক্রিকেটারকে ভারত সফরের দল থেকে বাদ দেওয়া হয়েছে। এই তালিকায় রয়েছেন কেন উইলিয়ামসন, রচিন রবীন্দ্র, জেকব ডাফি, উইল ও রুর্কি এবং ব্লেয়ার টিকনার। তবে টি-২০ বিশ্বকাপের দলে থাকবেন। এই সিরিজের পাশাপাশি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপেরও প্রস্তুতি নিচ্ছে নিউজিল্যান্ড।
