আজকাল ওয়েবডেস্ক: সন্তোষ ট্রফিতে থামানো যাচ্ছে না বাংলাকে। সন্তোষের মূলপর্বে সোমবার বাংলা ৩-০ গোলে হারাল তেলেঙ্গানাকে। টানা দুটো ম্যাচে জিতলেন সঞ্জয় সেনের ছেলেরা। 

বাংলার খেলা দেখার পরে সোশ্যাল মিডিয়ায় লেখালেখি হচ্ছে, অনেকদিন পরে বাংলা ঠিক ফুটবলটাই খেলছে। আর এই পরিবর্তন সম্ভব হয়েছে সঞ্জয় সেনের জন্য। বাংলার হয়ে এদিন জোড়া গোল করেন নরহরি শ্রেষ্ঠ এবং একটি গোল করেন রবি হাঁসদা। রাজস্থানের বিরুদ্ধে আগের ম্যাচেই ১-১ গোলে খেলা শেষ করেছিল তেলেঙ্গানা।

এদিন বাংলার দাপটে দাঁড়াতেই পারেনি তেলেঙ্গানা। সন্তোষ ট্রফির মূলপর্বে দুদ্দাড়িয়ে শুরু করল বাংলা। শনিবার বাংলা ৩-১ গোলে হারিয়েছিল জম্মু-কাশ্মীরকে। যোগ্যতা অর্জন পর্বে তিনটি ম্যাচেই জিতেছিল জম্মু-কাশ্মীর। সেই দলকে বিধ্বস্ত করে বাংলা বুঝিয়ে দিয়েছিল এবার সন্তোষ ফেরানোর জন্য খেলতে নেমেছে।

জম্মু-কাশ্মীরের বিরুদ্ধে প্রথম ম্যাচে রবি হাঁসদা গোল করেছিলেন। গোল পেয়েছিলেন নরহরি শ্রেষ্ঠও। দ্বিতীয় ম্যাচেও রবি ও নরহরি শ্রেষ্ঠ জ্বলে ওঠেন। 
যোগ্যতা অর্জন পর্বে বাংলা ১১টি গোল করেছিল। সেই ধারাই অব্যাহত রইল মূলপর্বেও। 

বাংলা ৩২ বার সন্তোষ ট্রফি জিতেছে। কিন্তু গত কয়েক বছরে বাংলায় সন্তোষ আসেনি। এবার সঞ্জয় সেনের হাতে তুলে দেওয়া হয়েছে বাংলার রিমোট কন্ট্রোল। যোগ্যতা অর্জন পর্বে ছুটেছে বাংলার রথ। মূলপর্বেও সেই ধারা অব্যাহত।