তীর্থঙ্কর দাস: গার্ডেনরিচ শিপ বিল্ডার্স এন্ড ইঞ্জিনিয়ার্স ভারতীয় নৌবাহিনীর হাতে তুলে দিল আন্তর্জাতিক মানের সবচেয়ে বড় সার্ভে ভেসেল "আইএনএস সন্ধ্যক" । ৪ ডিসেম্বর নৌসেনা দিবসে এই জাহাজ তুলে দেওয়া হল। দেশী প্রযুক্তিতে তৈরি এই জাহাজ ভারতীয় নৌবাহিনীর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাধারণত সমুদ্রগর্ভে নানা বিষয়ে গবেষণার কাজে লাগে এই জাহাজ।

অন্যদিকে, সোমবার ৮:৩৯ নাগাদ পিসি৭ এম কে ২ যুদ্ধবিমান হায়দরাবাদে দুর্ঘটনার কবলে পড়ে। তেলেঙ্গানার দুন্দিগল এয়ার ফোর্স স্টেশন থেকে উড়ান শুরু করে টুপরানের রবেলি অঞ্চলে ভেঙে পরে যুদ্ধবিমানটি। ভারতীয় বায়ু সেনার তরফে জানানো হয়েছে বিমানে থাকা দুজন পাইলট মারা গিয়েছেন। কী কারণে দুর্ঘটনা ঘটল তা জানতে তদন্ত শুরু হয়েছে বায়ুসেনার তরফে।