আজকাল ওয়েবডেস্ক: ভারতের বিরুদ্ধে একদিনের এবং টি-২০ সিরিজে নেই তেম্বা বাভুমা। তাঁর বদলে দক্ষিণ আফ্রিকাকে নেতৃত্ব দেবেন আইডেন মার্করাম। বিশ্বকাপে ব্যর্থতার শাস্তিস্বরূপ বাভুমাকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নেয় প্রোটিয়া বোর্ড। একদিনের বিশ্বকাপে তাঁর নেতৃত্ব এবং পারফরম্যান্স, কোনওটাতেই খুশি ছিল না কর্তারা। একাধিকবার আতশকাঁচের নীচে আসেন প্রোটিয়া নেতা। বিশ্বকাপে একটি ম্যাচেও ব্যাট হাতে সাফল্য পাননি। ইনিংস ওপেন করে আট ম্যাচে গড় ১৮.১২। সর্বোচ্চ রান ৩৫। নেতৃত্বও তেমনই হতাশজনক। তাঁকে নিয়ে যে প্রশ্ন উঠবে সেটা জানাই ছিল। তবে সরাসরি নেতৃত্ব থেকে না সরিয়ে বাভুমাকে বিশ্রাম দেওয়া হল। ভারতের বিরুদ্ধে সাদা বলের সিরিজে অধিনায়কত্ব করবেন মার্করাম। তবে ভারতের বিরুদ্ধে দুটো টেস্ট ম্যাচে নেতৃত্ব দেবেন বাভুমা। একদিনের সিরিজ এবং টি-২০ সিরিজে বিশ্রাম দেওয়া হয় কাগিসো রাবাডাকেও। টেস্টে খেলবেন। একদিনের সিরিজে অংশ নেবে না জেরাল্ড কোয়েতজি, লুঙ্গি এনগিডি এবং মার্কো জ্যানসেন। বিশ্বকাপের পরই একদিনের ক্রিকেটে থেকে অবসর নেন কুইন্টন ডি কক। টি-২০ তে খেলা চালিয়ে যাবেন। তবে ভারতের বিরুদ্ধে তিন ম্যাচের সিরিজে নেই ডি কক। অস্ট্রেলিয়ায় বিগ ব্যাশে খেলবেন প্রোটিয়া উইকেটকিপার ব্যাটার। প্রথমবারের জন্য টেস্ট দলে জায়গা পেয়েছেন ডেভিড বেডিংহ্যাম, তৃষ্টান স্টাবস এবং ন্যান্দ্রে বার্গার। তিন ফরম্যাটেই দেখা যাবে শেষজনকে। টেস্ট এবং একদিনের দলে রাখা হয়েছে কাইল ভেরেইনে এবং উইয়ান মুল্ডারকে। ১০ ডিসেম্বর টি-২০ সিরিজ দিয়ে শুরু হবে ভারতের দক্ষিণ আফ্রিকা সফর।
