আজকাল ওয়েবডেস্ক: ব্রিসবেনে টস জিতে শুরুতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। মেঘলা আবহাওয়ায় জোরে বোলাররা সুবিধা পাবেন ভেবে এই সিদ্ধান্ত অধিনায়কের। কিন্তু মাত্র ১৩.২ খেলা হয়েছে প্রথমদিন। চলছে বৃষ্টি। আর খেলাই শুরু করা যায়নি। অস্ট্রেলিয়ার রান বিনা উইকেটে ২৮।
এদিকে রোহিতের সিদ্ধান্তের সমালোচনা করেছেন প্রাক্তন ইংরেজ অধিনায়ক মাইকেল ভন ও প্রাক্তন অসি ওপেনার ম্যাথু হেডেন। ভন তো একধাপ এগিয়ে বলেই দিয়েছেন, রোহিতের এই সিদ্ধান্তে মনে মনে খুশিই হয়েছে কামিন্স।
ভনের কথায়, ‘আমার মনে হয় টস হেরে কামিন্স মনে মনে খুশিই হয়েছে। কারণ কামিন্সকে সিদ্ধান্ত নিতে হয়নি। রোহিত সম্ভবত গাব্বার ইতিহাসের কথা ভেবে এই সিদ্ধান্ত নিয়েছে।’ টসের পর রোহিত নিজেও জানান, মেঘলা আবহাওয়ার জন্যই শুরুতে বোলিংয়ের সিদ্ধান্ত। যদিও ১৩ ওভারে একটিও উইকেট ফেলতে পারেনি ভারত।
ম্যাথু হেডেনও বলেছেন, ব্যাটিং নিলেই সম্ভবত ভাল করত ভারত। তাঁর কথায়, ‘উইকেট নিয়ে বাড়তি প্রস্তুতি নেওয়া হয়েছে। গাব্বার ভয়ঙ্কর গতির কথা মাথায় রেখে। আমার মনে হয়, প্রথম দু’দিন গাব্বার উইকেট ব্যাটারদের সাহায্য করবে। তারপর উইকেট ভাঙার সম্ভাবনা।’
প্রসঙ্গত, অক্টোবরে ঘরের মাটিতে চিন্নাস্বামীতে মেঘলা আবহাওয়া ও প্রবল বৃষ্টির সম্ভাবনার কথা জেনেও নিউজিল্যান্ডের বিরুদ্ধে টস জিতে শুরুতে ব্যাটিং নিয়েছিলেন রোহিত। তারপর ঘটেছিল ব্যাটিং বিপর্যয়। ম্যাচটিও হারে ভারত। সম্ভবত সেই ঘটনা মাথায় রেখেই রোহিতের এবারের সিদ্ধান্ত। কিন্তু যা পরিস্থিতি তাতে বৃষ্টির জন্য ব্রিসবেনে প্রথমদিন খেলা আর শুরু হবে কিনা সন্দেহ। কারণ ১৩ ওভারের পরেই বৃষ্টির জন্য বন্ধ হয়ে যায় খেলা।
