আজকাল ওয়েবডেস্ক: ভারতীয় বংশোদ্ভূত এআই বা কৃত্তিম বুদ্ধিমত্তার বিশেষজ্ঞের রহস্য মৃত্যু ক্যালিফর্নিয়ায়। মৃতের নাম সুচির বালাজি। বয়স ২৬ বছর। ওপেনএআই সংস্থার সঙ্গে যুক্ত ছিলেন দীর্ঘ চার বছর। বেশ কিছু দিন ধরেই তাঁর প্রাক্তন সংস্থার বিরুদ্ধে সরব ছিলেন তিনি। 

স্যান ফ্রান্সিস্কোর বুকানন স্ট্রিটের একটি বহুতলে থাকতেন সুচির। গত ২৬ নভেম্বর সেখান থেকে তাঁর দেহ উদ্ধার হয়েছে বলে জানিয়েছে পুলিশ। খবরটি প্রকাশ্যে এসেছে শনিবার। প্রাথমিক ভাবে একে আত্মহত্যার ঘটনা বলেই মনে করছে পুলিশ।

ক্যালিফর্নিয়া বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্সে স্নাতক হন সুচির। ২০১৯ সালে স্যাম অল্টম্যানের সংস্থা 'ওপেন এআই'-তে ইন্টার্নশিপ করেন। ২০২০ সালের নভেম্বরে সেখানে যোগ দেন। ২০২৪-এর আগস্ট পর্যন্ত সেখানে গবেষক হিসাবে কাজ করেন। 'ওপেন এআই'-এর সবচেয়ে জনপ্রিয় অ্যাপ্লিকেশন চ্যাটজিপিটি। টেসলাকর্তা ইলন মাস্ক এবং স্যাম অল্টম্যান যৌথভাবে ২০১৫ সালে এই সংস্থা শুরু করেন। ২০১৮ সালে মাস্ক সেখান থেকে বেরিয়ে আসেন।

ওপেনএআই-এর বিরুদ্ধে মুখ খুলেছিলেন সুচির। তিনি প্রকাশ্যেই দাবি করেছিলেন, তাঁর সংস্থা কপিরাইট আইন ভঙ্গ করছে। চ্যাটজিপিটির মতো প্রযুক্তি ইন্টারনেটের ক্ষতি করছে বলেও দাবি করেছিলেন। মৃত্যুর এক দিন আগে 'ওপেন এআই'-র বিরুদ্ধে করা একটি মামলায় নাম উঠে এসেছিল সুচিরের। 

সংস্থার বিরুদ্ধে মুখ খোলার পরেই সুচির মৃত্যুতে নানা জল্পনা তৈরি হয়েছে। বিতর্কে ঘি ঢেলেছে মাস্কের একটি  পোস্ট। এক্সে তিনি সুচির মৃত্যুর খবর শেয়ার করে শুধু লিখেছেন, 'হুমম'।