আজকাল ওয়েবডেস্ক:‌ এডিলেড টেস্টে হারের পর ভারতীয় দল আর ঝুঁকি নিতে চায়নি। সময় নষ্ট না করে গাব্বা টেস্টের প্রস্তুতি শুরু করে দিয়েছে। মঙ্গলবারও নেট সেশন ছিল টিম ইন্ডিয়ার। সব ক্রিকেটারই ছিলেন উপস্থিত। চুটিয়ে ব্যাটিং, বোলিং অনুশীলন হয়েছে। তবে বুমরা ও সিরাজ এদিনের অনুশীলনে ছিলেন অনুপস্থিত। সূত্রের খবর, ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কথা ভেবেই দুই ক্রিকেটারকে অনুশীলনে মঙ্গলবার বিশ্রাম দেওয়া হয়েছে। তবে বুমরা নেটে না নামলেও মাঠের ধারে দলের স্ট্রেন্থ ও কন্ডিশনিং কোচের সঙ্গে ছিলেন। যা নিয়ে উদ্বেগ বেড়ে যায়। এডিলেড টেস্টে বল করার সময় ঊরুতে চোট পেয়েছিলেন ভারতীয় স্পিডস্টার। 


অস্ট্রেলিয়ান প্রাক্তন পেসার ড্যামিয়েন ফ্লেমিং বিষয়টি নিয়ে বলেছেন, ‘‌বুমরার অনুশীলনে না থাকাটা যথেষ্ট চিন্তার। চোট গুরুতর কিনা কে জানে।’‌ ফ্লেমিং আরও বলেছেন, ‘‌সিরাজ হয়ত ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কারণেই অনুপস্থিত ছিল। তবে বুমরার বিষয়টা ঠিক লাগছে না। চোট লুকনো হচ্ছে কিনা কে জানে।’‌ এরপরই ফ্লেমিং বলেছেন, ‘‌ক্রাম্প যে রয়েছে এটা পরিস্কার। তা নিয়েই দ্বিতীয় ইনিংসে বল করেছিল বুমরা। জানি না কেন দ্বিতীয় ইনিংসে বল করতে গেল। ওই তো কটা মাত্র রান ছিল। কিছু গোপন করা হচ্ছে কিনা বুঝতে পারছি না।’‌ 


ভারতের বোলিং কোচ মরনি মরকেলও জানিয়েছিলেন, যে ক্রাম্প হয়েছে। বুমরা ঠিক আছে।


পারথ টেস্টে আট উইকেট নিয়েছিলেন বুমরা। কিন্তু এডিলেডে ৮১ তম ওভার বল করতে এসে বেশ অস্বস্তি হচ্ছিল বুমরার। এরপরই দলের ফিজিও চলে আসেন মাঠে। প্রাথমিক চিকিৎসার পর ফের বোলিংও করেন বুমরা। কিন্তু এদিনের অনুশীলনে না থাকাটা সত্যিই চিন্তা বাড়িয়ে দিল।