এক স্বপ্নের নায়ক পর্দাজুড়ে। যাঁকে অভিনয় দিয়ে জীবন্ত করেছেন। আরও এক স্বপ্নের নায়ক ভিকি কৌশলের সেই ছবি দেখে মুক্তকণ্ঠে প্রশংসা করলেন। শনিবার দিনটি স্মরণীয় হয়ে থাকবে অভিনেতার। তিনি এদিন আমন্ত্রণ জানিয়েছিলেন সস্ত্রীক সচিন তেন্ডুলকরকে। অঞ্জলিকে নিয়ে তিনি এদিন মুম্বই উড়ে আসেন। ভিকির সঙ্গে বসে ছবি দেখেন। এছাড়াও, সেদিন উপস্থিত ছিলেন জারিন খান, প্রাক্তন ক্রিকেটার অজিত আগড়কর।
স্বপ্নের নায়ক আর তাঁর ভক্তের সাজসজ্জাও চোখ টেনেছে সবার। সচিন ‘কুল অ্যান্ড ক্যাজুয়াল’ নীল শার্ট, সাদা ট্রাউজারে। অঞ্জলি এদিন স্নিগ্ধ ফ্লোরাল প্রিন্টের সালোয়ার-কামিজে। ভিকিকে ঝকঝকে কালো টি শার্ট-জিন্সে। ছবি দেখা বেরোতেই পাপারাৎজিরা ঘিরে ধরে তাঁদের। হাসিমুখে পর্দার নায়ককে জড়িয়ে পোজ দেন ক্রিকেটের বিষ্ময়। তারপর বলেন, ‘‘ভিকি চরিত্রকে জীবন্ত করে তুলেছেন। দেখে মনে হচ্ছিল সত্যিকারের এয়ার মার্শল স্যাম বাহাদুরকে দেখছি।’’ তাঁর আরও দাবি, দেশের ইতিহাস জানতে এই ধরনের ছবি আরও বেশি করে হওয়া দরকার। এবং সেই ছবি দেখার জন্য সবাইকে প্রেক্ষাগৃহে পৌঁছতে হবে।
?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);">
?utm_source=ig_embed&utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank">
স্বপ্নের নায়ক আর তাঁর ভক্তের সাজসজ্জাও চোখ টেনেছে সবার। সচিন ‘কুল অ্যান্ড ক্যাজুয়াল’ নীল শার্ট, সাদা ট্রাউজারে। অঞ্জলি এদিন স্নিগ্ধ ফ্লোরাল প্রিন্টের সালোয়ার-কামিজে। ভিকিকে ঝকঝকে কালো টি শার্ট-জিন্সে। ছবি দেখা বেরোতেই পাপারাৎজিরা ঘিরে ধরে তাঁদের। হাসিমুখে পর্দার নায়ককে জড়িয়ে পোজ দেন ক্রিকেটের বিষ্ময়। তারপর বলেন, ‘‘ভিকি চরিত্রকে জীবন্ত করে তুলেছেন। দেখে মনে হচ্ছিল সত্যিকারের এয়ার মার্শল স্যাম বাহাদুরকে দেখছি।’’ তাঁর আরও দাবি, দেশের ইতিহাস জানতে এই ধরনের ছবি আরও বেশি করে হওয়া দরকার। এবং সেই ছবি দেখার জন্য সবাইকে প্রেক্ষাগৃহে পৌঁছতে হবে।
View this post on Instagram
