আজকাল ওয়েবডেস্ক: শুক্রবার ৩০ বছরে পা দিয়েছেন ভারতীয় ক্রিকেটার শ্রেয়স আইয়ার। জাতীয় দলে ফিরে আসার লক্ষ্যে বর্তমানে সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে মুম্বাইয়ের নেতৃত্বে রয়েছেন শ্রেয়স। সামনেই আইপিএল আসছে। সেখানেও ভাল পারফরম্যান্সের লক্ষ্যে নামবেন তিনি। আইপিএলের একজন সফল অধিনায়ক হিসেবে পরিচিত শ্রেয়স ২০১৫ সালে দিল্লি ক্যাপিটালসের হয়ে আইপিএল যাত্রা শুরু করেছিলেন।
প্রথম মরসুমেই ৪৩৯ রান করে নজর কাড়েন কাড়েন। তাঁর ভারতীয় দলে অভিষেক ঘটে ২০১৭ সালে। ঠিক তার পরের বছর দিল্লি ক্যাপিটালসের অধিনায়কত্ব গ্রহণ করেন আইয়ার। তাঁর নেতৃত্বে ২০১৯ সালে দিল্লি প্লে-অফে এবং ২০২০ সালে প্রথমবার ফাইনালে পৌঁছয়। তবে ২০২১ সালে চোটের কারণে খেলতে না পারায় দিল্লির অধিনায়কত্বের ব্যাটন ওঠে পন্থের হাতে। ২০২২ সালে কেকেআরে যোগ দিয়ে দু’বছরের মধ্যে দলকে আইপিএল শিরোপা এনে দিয়েছেন শ্রেয়স। এবারের মেগা নিলামে রেকর্ড ২৬.৭৫ কোটি টাকায় শ্রেয়স যোগ দিয়েছেন প্রীতি জিন্টার পাঞ্জাব কিংসে।
ঋষভ পন্থের পর তিনি দ্বিতীয় সর্বাধিক মূল্যবান ক্রিকেটার। মুম্বই থেকে উঠে আসা এই ক্রিকেটারের জীবন বদলে দিয়েছে আইপিএলই। নিজের মুখেই একথা বারবার স্বীকার করেছেন তিনি। প্রথমবার কাপ জেতার লক্ষ্যে এবারে শক্তিশালী দল গঠন করেছে পাঞ্জাব কিংস। এই ফ্র্যাঞ্চাইজির অধিনায়ক হতে পারেন শ্রেয়স। সেক্ষেত্রে, দায়িত্ব বাড়তে পারে তাঁর। পাঞ্জাব কিংস এই নিলামে মোট ২৩ জন খেলোয়াড়কে দলে নিয়েছে। দলে রয়েছেন লেগ স্পিনার চাহাল এবং অস্ট্রেলিয়ার অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েলের মতো খেলোয়াড়রা।
