আজকাল ওয়েবডেস্ক: শুক্রবার বর্ধমানে ছিল 'খাদান' -এর প্রিমিয়ার। সেখানেই উপচে পড়ে ভিড়। প্রিয় অভিনেতাকে দেখে উচ্ছ্বাস দর্শকদের মধ্যে। স্টেজের সামনে থাকা ব্যারিকেড ভেঙে যায় দর্শকদের ধাক্কায়। সৃষ্টি হয় চূড়ান্ত বিশৃঙ্খল অবস্থার। 

 

 

 

শুক্রবার সন্ধ্যায় বর্ধমানের টাউন হলের মাঠে ছিল খাদানের প্রিমিয়ার। স্টেজে ছিলেন দেব,যিশু -সহ সিনেমার অভিনেতাদের গোটা টিম। প্রিয় অভিনেতাদের একবার দেখার জন্য ভিড় হয়েছিল প্রচুর। দেব, যিশু মঞ্চে উঠতেই শুরু হয় বিশৃঙ্খলা। স্টেজের সামনে বাঁশের ব্যারিকেড ভেঙে যায় দর্শকদের ধাক্কায়। পুলিশ কর্মীরা বহু চেষ্টা করেও সামলাতে পারেননি মানুষের ভিড়। অনেকেই তখন ব্যারিকেড টপকে স্টেজের সামনে চলে আসে। পুলিশকর্মীরা কার্যত নিরুপায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেশ বেগ পেতে হয় পুলিশকর্মীদের। 

 

 

 

প্রসঙ্গত, কয়লা খনি অঞ্চলের প্রেক্ষাপটে দুই বন্ধুর জীবন নিয়ে তৈরি ছবি 'খাদান'। 'শ্যাম মাহাতো' এবং 'মোহন দাস' -এর বন্ধুত্ব ঘিরেই আবর্তিত হবে এই ছবির গল্প।‌ এই দুই মুখ্য চরিত্রে থাকছেন দেব এবং যিশু। এছাড়াও ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন ইধিকা পাল, বরখা বিস্ত, জন ভট্টাচার্য, অনির্বাণ চক্রবর্তী প্রমুখেরা। সেই মুভিরই প্রিমিয়ার ছিল এদিন। শুক্রবার অনুষ্ঠান শুরু হওয়ার কথা ছিল সন্ধ্যা ছ'টায়। কিন্তু তার থেকে প্রায় দু'ঘন্টা পর শুরু হয় অনুষ্ঠান।