আজকাল ওয়েবডেস্ক: উত্তরের গর্ব উত্তরবঙ্গের বইমেলা। ৪২ তম উত্তরবঙ্গ বইমেলা উপলক্ষে এদিন একটি বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। এদিন দুপুরে শিলিগুড়ি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের নিকট থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয় উত্তরবঙ্গ বইমেলা উদ্যোক্তাদের তরফে। সংশ্লিষ্ট শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন শিলিগুড়ি পুরনিগমের মেয়র গৌতম দেব। এছাড়াও ছিলেন আরও অনেক বিশিষ্ট নেতৃত্বেরা। পাশাপাশি বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা এই শোভাযাত্রায় অংশগ্রহণ করে। এবারে এই উত্তরবঙ্গ বইমেলা ৪২ তম বর্ষে পা দিল।

 

 

প্রতি বছর শীতের শুরুতে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের মেলা প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় উত্তরের গর্ব উত্তরবঙ্গ বইমেলা। এই বইমেলায় উত্তরবঙ্গের প্রচুর বইপ্রেমী মানুষ এসে থাকেন। দেশ বিদেশ থেকে প্রচুর স্টল এসে শোভা বাড়ায় এই বইমেলায়। অন্যান্যবারের মতো এ বারও ঘটা করে অনুষ্ঠিত হচ্ছে উত্তরের গর্ব উত্তরবঙ্গ বইমেলা। আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত চলবে এই বইমেলা। থাকছে বিভিন্ন প্রকাশনী সংস্থার বই। পাশাপাশি থাকছে একাধিক খাবারের দোকান। প্রতিদিন চলবে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। এবারে কলকাতা বইমেলায় থাকছে না, বাংলাদেশের কোন বুক স্টল ঠিক তেমনি শিলিগুড়ি এই উত্তরবঙ্গ বইমেলাতেও দেখা পাওয়া যাবে না বাংলাদেশের কোনও প্রকাশনী সংস্থাকে। এই নিয়ে স্বভাবতই আক্ষেপ দেখা দিয়েছে বইপ্রেমীদের মধ্যে।