আজকাল ওয়েবডেস্ক: একটি বেসরকারি বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, মৃত্যু হল এক যুবকের। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুরে মুর্শিদাবাদের বহরমপুর থানার অন্তর্গত চুনাখালি -নিশাদবাগ মোড়ের কাছে।
 
পুলিশ সূত্রে জানা গেছে, মৃত যুবকের নাম অভিজিৎ পাল (৩২)। তাঁর বাড়ি বহরমপুর থানার মনিন্দ্রনগর গ্রাম পঞ্চায়েতের হাজারীবাগ-ঘাটপাড়া এলাকায়। 

স্থানীয়রা জানাচ্ছেন, শুক্রবার দুপুর বারোটা নাগাদ নিজের মোটরসাইকেল করে অভিজিৎ কিছু জরুরী কাজের জন্য বহরমপুর-জলঙ্গি রাজ্য সড়ক ধরে ইসলামপুরের দিকে যাচ্ছিলেন। ঠিক সেই সময় উল্টো দিক থেকে একটি বেসরকারি বাস আসছিল। নিশাদবাগ মোড়ের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি মুখোমুখি গিয়ে অভিজিতের মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা মারে। 

তাঁরা আরও বলেন, দুর্ঘটনার সময় বাইক চালক অভিজিতের মাথায় কোনও হেলমেট ছিল না। বাসের সঙ্গে ধাক্কা লাগার পর রাজ্য সড়কের উপর তিনি ছিটকে পড়েন এবং মাথায় গুরুতর চোট পান। রক্তাক্ত অবস্থায় ওই যুবককে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসাকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। 

এই দুর্ঘটনার পরে স্থানীয় বাসিন্দারা বহরমপুর-জলঙ্গি রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন। পরে বহরমপুর থানার পুলিশ এলাকায় পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘাতক বাস এবং তার চালকের সন্ধানে তল্লাশি শুরু করেছে পুলিশ।বহরমপুর থানার এক আধিকারিক বলেন-বাসের সঙ্গে ধাক্কা লাগার পর ওই যুবক মাথায় গুরুতর ছোট পেয়েছিলেন এবং তাতেই ঘটনাস্থলে তার মৃত্যু হয়। ওই যুবক মাথায় হেলমেট পরে থাকলে এই রকম মর্মান্তিক পরিণতি হয়ত এড়ানো যেত।