নিজস্ব সংবাদদাতা: অবশেষে সাত পাকে বাঁধা পড়লেন অভিনেত্রী পায়েল দেব এবং শেখর টন্ডন। পায়েলের সাজে ছিল লাল বেনারসি এবং সোনার গয়না। যেন একেবারে সাবেকিআনার ছোঁয়া। বিয়ের দিন সকলকে চমকে দিয়ে নব দম্পতিকে আশীর্বাদ করতে পৌঁছে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বিয়ের আগের দিনও মুখ্যমন্ত্রী ডাক ফেরাতে পারেননি পায়েল। আইবুড়ো ভাতের অনুষ্ঠান সেরে সেই সাজেই হাজির হয়েছিলেন কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে। এবার বিয়ের দিন অভিনেত্রীকে আশীর্বাদ করতে পৌঁছে গেলেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
গায়ে হলুদ থেকে বিয়ের অনুষ্ঠান সবটাই ছিল অত্যন্ত জাঁকজমকপূর্ণ। শেখর টন্ডনের সঙ্গে পায়েলের প্রেম বহুদিনের, এই বছর রোকার অনুষ্ঠান করেন পায়েল এবং অবশেষে সারলেন সামাজিক বিয়ে। যেখানে টলিউডের একাধিক তারকাদের পাশাপাশি হাজির ছিলেন বহু নেতা-মন্ত্রীরাও।
শুধু সাজেই নয় বিয়ের মেনুতেও ছিল বাঙালিআনার ছোঁয়া। কড়াইশুঁটির কচুরি, আলুর দম, ভেটকি পাতুরি, পোলাও, মাংস-সহ নানা আয়োজন করা হয় এদিন। সমাজ মাধ্যমে ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে পায়েল-শিখরের বিয়ের ছবি।
