আজকাল ওয়েবডেস্ক: ফৌজদারি অবমাননার মামলায় দোষী ব্যক্তিকে শাস্তিস্বরূপ মাসে ৫০টি গাছ রোপণের রায় শোনাল মধ্যপ্রদেশ হাইকোর্ট। 
বিচারপতি সঞ্জীব সচদেবা এবং বিচারপতি বিনয় সরফের সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চ রাহুল সাহুর বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত ফৌজদারি অবমাননার আবেদনে গত ২ ডিসেম্বর এই আদেশ জারি করে।

নির্দেশে উল্লেখ রয়েছে, রাহুল সাহু মোরেনা জেলার সম্বলগড় এলাকায় ৫০টি দেশীয় প্রজাতির গাছ লাগাবেন। গাছগুলি কমপক্ষে ৪ ফুট উচ্চতার হতে হবে। গাছগুলি সম্বলগড়ের সাব ডিভিশনাল অফিসার (বন), নির্দেশে মোতাবেক রোপণ করা হবে। ৫০টি গাছ এক মাসের মধ্যে রোপণ করতে হবে।

আদালতের আদেশে বলা হয়েছে, দোষী ব্যক্তিগতভাবে উপস্থিত আছেন। তিনি (সাহু) চলতি বছরের ১৫ অক্টোবর তারিখে হলফনামা দাখিল করেছেন এবং দাবি করেছেন যে, তিনি একজন অর্ধশিক্ষিত ব্যক্তি। দশম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছেন। রাহুল সাহু আইি পদ্ধতির সীমিত জ্ঞান রয়েছে তাঁর এবং আদালতের কার্যক্রমেরসঙ্গে তিনি অপরিচিত। সাহু তাঁর আচরণের জন্য দুঃখ ও অনুশোচনা প্রকাশ করেছেন এবং নিঃশর্ত ক্ষমা চেয়েছেন এবং ভবিষ্যতে সতর্ক থাকার অঙ্গীকার করেছেন। আদালতের নির্দেশ, তিনি স্বেচ্ছায় সমাজসেবা করার জন্য কাজ করেছেন। 

সাহু তার স্ত্রীর দায়ের করা একটি পারিবারিক মামলার শুনানি চলাকালীন আদালতের কার্যক্রমের সঙ্গে সম্পর্কিত একটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে একটি মন্তব্য সহ মোরেনায় আদালতের কিছু ছবি পোস্ট করেছিলেন। সংবাদ সংস্থা পিটিআইকে এমনই জানিয়েছেন তাঁর আইনজীবী আশিস সিং জাদুন।

জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফার্স্ট ক্লাস সাহুর সোশ্যাল মিডিয়া পোস্টের বিষয়টি স্বতঃপ্রণোদিতভাবে গ্রহণ করে। যার প্রেক্ষিতে তাঁকে নোটিস দেওয়া হয়। কিন্তু সুযোগ দেওয়া সত্ত্বেও তাঁর প্রতিক্রিয়া মেলেনি। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফার্স্ট ক্লাস পরে বিষয়টি হাইকোর্টে পাঠায়।