না ফেরার দেশে পাড়ি দিলেন বর্ষীয়ান অভিনেতা কল্যাণ চট্টোপাধ্যায়। বহুদিন ধরেই তিনি বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন। ৮৯ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। বর্ষীয়ান অভিনেতার প্রয়াণে শোকস্তব্ধ টলিপাড়া।
কল্যাণ চট্টোপাধ্যায়ের মৃত্যুতে এদিন শোকপ্রকাশ করেন অভিনেত্রী চৈতি ঘোষাল। তাঁরা একত্রে 'এক আকাশের নিচে' ধারাবাহিকে কাজ করেছিলেন। সেই স্মৃতি হাতড়ে অভিনেত্রী এদিন সমাজমাধ্যমে লেখেন, 'কল্যাণ চ্যাটার্জি, এক আকাশের নিচের কানাই দা চলে গেলেন। আলভিদা।'
প্রসঙ্গত কেবল ধারাবাহিক নয়, কল্যাণ চট্টোপাধ্যায় একাধিক সিনেমা, সিরিজেও কাজ করেছেন। 'প্রতিদ্বন্দ্বী' (১৯৭১), 'আপনজন' (১৯৬৮), জনঅরণ্য (১৯৭৬), ধন্যি মেয়ে (১৯৭১), সাগিনা মাহাতো (১৯৭০) -এর মতো কাল্ট ছবিতে অভিনয় করেছিলেন বর্ষীয়ান অভিনেতা। প্রায় চারশ ছবিতে কাজ করেছিলেন তিনি। তাঁর প্রথম ছবি ছিল সত্যজিৎ রায়ের প্রতিদ্বন্দ্বী। তাঁকে বলিউডের ছবিতেও দেখা গিয়েছে। কাজ করেছিলেন সুজয় ঘোষের 'কাহানি' ছবির একটি ছোট্ট চরিত্রে। 'তানসেনের তানপুরা'য় কাজ করেছিলেন। আর্টিস্ট ফোরামের অত্যন্ত গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন কল্যাণ চট্টোপাধ্যায়। পুণে ফিল্ম ইন্সটিটিউট থেকে পড়াশোনা করেছিলেন বর্ষীয়ান অভিনেতা।
দীর্ঘদিন হাসপাতালে ভর্তি ছিলেন কল্যাণ চট্টোপাধ্যায়, নানা ধরনের অসুস্থায় ভুগছিলেন। এই বিভিন্ন ধরনের জটিলতার কারণেই বিগত কিছু সময় ধরে অভিনয় থেকেও দূরে ছিলেন তিনি। জানা গিয়েছে এদিন রাতেই তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে কেওড়াতলা মহাশ্মশানে।
