২০২৬ সালের একদম গোড়াতেই তৈরি হতে চলেছে লাভ দৃষ্টি যোগ। ১৫ জানুয়ারি শুক্র শনির সঙ্গে মিলিত হয়ে এই যোগ তৈরি করবে। উল্লিখিত দিনের সকল ১১.৪৬ মিনিটে এই যোগ তৈরি হবে। এই সময় দুই গ্রহ একে অন্যের ৬০ ডিগ্রি কোণে অবস্থান করবে। এর জেরে লাভবান হবে কিছু রাশি তালিকায় আছে কারা?
2
5
বৃষ: যাঁরা সিঙ্গল, তাঁদের বিয়ের কথা পাকা হতে পারে। খরচের বদলে বিনিয়োগে মন দিলে ব্যাপক লাভ করবেন। কর্মক্ষেত্রে সুনাম অর্জন করবেন।
3
5
সিংহ: পরিবারের সঙ্গে সুসময় কাটাবেন। নতুন কাজ বা ব্যবসা শুরু করার কথা ভেবে থাকলে এটাই উপযুক্ত সময়। বাড়িতে কোনও পুজোর ব্যবস্থা করতে পারেন।
4
5
কন্যা: কোনও জটিলতা বা অস্থির সময়ের মধ্যে দিয়ে গেলে সেটা কেটে যাবে। জীবনে স্থিরতা আসবে। বিবাহিত জীবনে কোনও অশান্তি চলে থাকলে সেটা মিটবে। কর্মক্ষেত্রে পদোন্নতির যোগ রয়েছে।
5
5
মকর: ব্যক্তিগত সম্পর্ক মজবুত হবে। পরিবারে শান্তি বজায় থাকবে। যে কাজ এতদিন ধরে আটকে রয়েছে সেটা সফল হবে। কর্মক্ষেত্রে সহকর্মীরা সাহায্য করবে। নতুন গাড়ি কিনতে পারেন।